হাতে কলমে জাভাস্ক্রিপ্ট by জুনায়েদ আহমেদ book review 2021ll boipaw.com

Book Specification

Title হাতে কলমে জাভাস্ক্রিপ্ট
Author জুনায়েদ আহমেদ
Publisher অদম্য প্রকাশ
Quality পেপারব্যাক
ISBN 9789849492627
Edition 2nd Edition, 2020
Number of Pages 392
Country বাংলাদেশ
Language বাংলা

লেখকের কথা____________________________

আমি জুনায়েদ আহমেদ, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং এর উপর ভারতের পাঞ্জাব প্রদেশের চন্ডিগড় ইউনিভার্সিটি নামক একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে। অনলাইনে ওয়েব ডেভেলগমেন্ট কমিউনিটির সঙ্গে যুক্ত আছি বেশ অনেক বছর ধরেই। জাভান্ক্রিস্ট আমার কাছে ছােটকেলা থেকেই একটা ত্রাস ছিল। কিন্তু তখন প্রােগ্রামিং নিয়ে সঠিক জ্ঞান না থাকায় ঠিক ভালােভাবে শিখে উঠতে পারিনি।

পরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার সুবাধে প্রােগ্রামিং ওয়ার্ল্ডের সঙ্গে বেশ ভালােভাবে পরিচিত হই। কিন্তু তখনই চোখে যেটা পড়ে, সেটা হচ্ছে জাভান্ক্রিন্ট একটু অন্য রকম ল্যাংগুয়েজ। প্রধানত স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ হিসেবে পরিচিত থাকলেও জাভা্ত্রি্ট এখন বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। নােড জেএস আসার পুর থেকে এখন বিভিন্ন প্রতিযােগিতামূলক প্রােগ্রামেও জাভ্ত্রিস্ট ব্যবহার করে গ্রবলেম সল্ভ করার সুযােগ থাকছে। একই সঙ্গে এর সাহায্যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ক্রস প্ল্যাটফর্ম মােবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেঙ্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট- সবই সম্ভব হচ্ছে।

জাভান্ক্রিপ্টের এত পপুলারিটির পেছনে আসশ কারণ হচ্ছে এর সহজলভ্যতা। সব রকমের ডিভাইসেই কোনাে না কোনােভাবে জাভা্ত্রিস্ট বাই ডিফল্টভাবেই রান করানাে যায়। আপনার ডিভাইসে যদি ওয়েব ব্রাউজার সাপাের্ট করে, তাহলে অনেকটাই ধরে নেওয়া যায় আপনার ডিভাইসে একটা জাভান্ত্রিস্টের ইঞ্জিনও আছে। আর তাই আপনার ক্লাইন্টকে কোনাে অতিরিক্ত সেটআপের ঝামেলায় যাওয়া লাগে না জটিল বা সিম্পল যেকোনাে রকমের ওয়েব অ্যাপ্লিকেশন চালানাের জন্য।

আর নােড জেএস এসে জাভা্ক্রিস্টকে ব্রাউজারের বাইরেও নিয়ে গেছে, যেখানে আপনি আপনার সিস্টেমের সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারবেন। এখানেই জাতান্ক্রিসট ইউনিক আর একই সঙ্গে পাওয়ারফুল। আমার এই বইতে তাই আমি এ রকম জাভান্ক্রিস্টকীভাবে ব্যবহার করবেন, সেগুলাে প্র্যাকটিক্যাল নলেজ আকারে তুলে ধরেছি। আশা করি এই জ্ঞান দিয়ে পরবর্তী সময়ে জাভান্ত্রিণ্টের দুনিয়ায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এই বইয়ের ব্যাপারে যেকোনাে পরামর্শের জন্য অথবা যেকোনাে রকমের তথ্য, সাহায্যের জন্য আমাকে ই-মেইল PACS SA contact@zonayed.me- 3 e with.zonayed.me- আমি একজন টেকনােলজি লাভার পারসন।

লেখক সম্পর্কে_____________________________

বর্তমান বিশ্বে সাড়া জাগানো অন্যতম প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জাভাস্ক্রিপ্টকে আরো সহজতর উপায়ে পরিবেশন এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার মাধ্যমে “হাতেকলমে জাভাস্ক্রিপ্ট” বইটি দিয়ে তরুণ এই লেখকের লেখালেখি জগতে হাতেখড়ি হয়। 

প্রযুক্তি লেখক জুনায়েদ আহমেদ ছোটবেলা থেকেই প্রোগ্রামিংকে প্যাশন হিসেবে দেখতেন যার দরুন অতি অল্প বয়সেই “হাতেকলমে জাভাস্ক্রিপ্ট” নামক বইটি প্রকাশ করতে পেরেছেন। তরুন এই লেখক ভারতের চন্ডীগড় ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করে বর্তমানে বাংলাদেশের অন্যতম থিম মেকিং কোম্পানি থিমবাকেটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছেন। জুনায়েদ আহমেদ নিজে যা যা শিখেছেন তা সবার সাথে শেয়ার করতে পারার মাঝেই আসল সার্থকতা নিহিত বলে মনে করেন।

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?