Post ID 111422
বইয়ের নামঃ তাযকিয়াতুন নাফস (আত্মশুদ্ধি)
লেখকঃ ড. আহমদ আলী
প্রকাশনায়ঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা
আল্লাহ তায়ালা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যাদের কাজ ছিল মানুষকে দ্বীনের দিকে আহবান করে তাদের অন্তরকে পরিশুদ্ধ করা। কিন্তু বর্তমানে আমরা অন্তরের পরিশুদ্ধির দিকে দৃষ্টি দেওয়ার চেয়ে অনুষ্ঠান সর্বস্ব ইবাদতে অভ্যস্থ হয়ে গেছি। যার ফলে এই ইবাদতগুলো আমাদের উপর কোন প্রভাব ফেলে না। তাছাড়া ইবাদতের সাথে অন্তরের যোগসূত্র না থাকায় আমরা তৃপ্তিও লাভ করতে পারি না। ফলে ইবাদতের মূল উদ্দেশ্য থেকেই আমরা বঞ্চিত।
আরেকদল মানুষ নফসকে পরিশুদ্ধ করার নামে নিজেদের মনগড়া পদ্ধতি বাতলে নেয়। এই পদ্ধতির অনুসরণের মাধ্যমে তারা অন্তরের পরিশুদ্ধি তো দূরে থাক, উল্টো অন্তরকে আরও কলুষিত করে। লেখক এই বইয়ে রাসূলের দেখানো পথে অন্তরের উপায়গুলো তুলে ধরেছেন। ইবাদতের সাথে অন্তরের সম্পর্কের ব্যাপারগুলো তুলে এনেছেন। কুরআনের আয়াত ও হাদীস উল্লেখের পাশাপাশি তিনি অনেক প্রখ্যাত সূফী বিশেষ করে ইয়াহইয়াও উলুমিদ্দীন থেকে ইমাম গাজ্জালীর উদ্ধৃতিও তুলে ধরেছেন।
বইয়ের শুরুতে তিনি অন্তর পরিশুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেছেন। তারপর অন্তর পরিশুদ্ধ করার উপায় সমূহ তুলে ধরেছে। এক্ষেত্রে মৌলিক ইবাদতসমূহ কিভাবে অন্তর পরিশুদ্ধিতে ভূমিকা রাখে তাও তুলে ধরেছেন। একই সাথে অন্তর পরিশুদ্ধ রাখতে মানুষের যেসব মৌলিক গুন বিকশিত করা দরকার এবং যেসব মন্দ গুন থেকে বেঁচে থাকা দরকার তাও তুলে ধরেছেন। সর্বোপরি বইটি অধ্যয়নের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে অগ্রসর হওয়া যাবে বলে মনে হয়।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?