বইঃ সবার জন্য জোতিবিদ্যা।
লেখক :- সৈয়দা লামমীম আহাদ
☞এই বইটা আমি কেন পড়বো?
⇨আপনি যদি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে চান এটা সম্পর্কে জানতে চান তবে বইটা আপনার জন্য৷
☞বইটায় কি আছে যে জ্যোতির্বিদ্যা জানার জন্য এই বইটা আমায় পড়তে হবে?
→বইটায় সাধারণ জ্যোতির্বিদ্যায় যে সকল টপিক রয়েছে তা কভার করা হয়েছে। বইটা ৪ পর্বে বিভক্ত।
★পর্ব-১ এ রয়েছে ৫ টি অধ্যায় এবং এদের নাম যথাক্রমে রাতের আকাশ, জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, রেডিও তরঙ্গে পর্যবেক্ষণ, মহাকাশ যান, জ্যোতিষাঙ্ক। রাতের আকাশ অধ্যায়ে রাতের আকাশের বর্ণনা রয়েছে। এরপরের অধ্যায়ে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, তারপরের দুটো অধ্যায়ে রেডিও তরঙ্গ পর্যবেক্ষণ এবং মহাকাশযান নিয়ে লেখা। তারপরের অধ্যায় অর্থাৎ ৫ম অধ্যায় আমার পার্সোনালি ফেবারেট। এই অধ্যায়ে রাতের আকাশের মাপঝোক নিয়ে আলোচনা করা হয়েছে। কিছুদিন পরপর পুরো বই পড়া না হলেও এই অংশটা পড়া হয়।
★পর্ব-২ এ ৪টা অধ্যায় আমাদের সৌরজগত রিলেটেড টপিক নিয়ে।
★পর্ব-৩ এ ৪ টা অধ্যায় রয়েছে। নাম যথাক্রমে আলোর খেলা, তারকালোক, নক্ষত্রের জন্মমৃত্যু, কৃষ্ণবিবর। আলোর খেলা অধ্যায়ে তরঙ্গ, বর্ণালি, কৃষ্ণ বস্তুর বিকিরণ ইত্যাদি টপিক নিয়ে গঠিত। পরের অধ্যায় তারকালোক তারার গঠন, তাপমাত্রা, ভর, বর্ণালি শ্রেণি ইত্যাদি নিয়ে লেখা। তারপরের অধ্যায় নক্ষত্রের জন্মমৃত্যু নিয়ে। কৃষ্ণ বিবর তথা ৩য় পর্বের শেষ অধ্যায় নিয়ে একটু খটকায় আছি। যেহেতু বইটা ২০১২ সালে প্রকাশিত এবং এক বারও সংস্কার করা হয় নাই তাই এতে আপডেটেড তথ্য গুলো থাকবে না। এটা একটু অনলাইনে যাচাই বাছাই করে নিবেন।
★পর্ব-৪ তথা শেষ পর্ব। এই পর্বের মুল বিষয় বস্তু হলো আমাদের ছায়াপথ, গ্যালাক্সি, বিগ ব্যাং, মহাবিশ্বের ভবিষ্যৎ এ সকল বিষয় বস্তু নিয়ে। এই পর্বটা আমাকে বিশেষ ভাবে সাহায্য করেছিলো। ইংরেজি বই গুলোর গ্যালাক্সি এভুলুশেন ব্যাপারটা বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছিলো, তখন এটা কাজে লাগে। আবার এই পর্বই আবার আপনার বিরক্তির কারণ হবে।
☞বইটার খারাপ দিক কি?
→খারপ দিক হচ্ছে বইটা পড়তে গেলে মাঝে মাঝে আপনাকে বাংলা অভিধান (ডিকশনারী) নিয়ে বসতে হবে। এমন বাংলা ইউজ করছে যে আপনি মাথার চুল ছিড়তে বাধ্য হবেন। বিশেষ করে ৪র্থ পর্বে। আর প্রথম তিন পর্বের শেষে কিছু গাণিতিক প্রশ্ন আছে, মানে প্রশ্ন আর উত্তর আছে কোন প্রকারের এক্সপ্লেনেশন নাই। যাস্ট প্রশ্ন আর দুরুম দুরুম উত্তর। লেখক কি মনে করে এসব ঢুকাইছে তা জানি না। ওগুলা স্কিপ করবেন নয়তো মুখদিয়ে অকথ্য ভাষা বের হয়ে আসবে।
☞বইটা কি সংগ্রহে রাখার মতো?
→হ্যাঁ। জ্যোতির্বিজ্ঞান জানার জন্য মোটামুটি ভালো একটা বই।
☞কোথার থেকে কিনবো? দাম কতো?
→ রকমারি থেকে কিনতে পারেন, মুদ্রিত মূল্য ২৭০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ২২২।
☞রেটিং কত দিবেন?
→সবদিক মাথায় রেখে ৭/১০। আর এই রকম বই বাংলা ভাষায় আর নেই। এটা একটু সমস্যার।
কমেন্টে সূচিপত্রের ছবি আর রকমারি লিংক থাকবে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?