মুহাম্মাদ ﷺ একজন আদর্শ স্বামী ছোট্ট পরিসরে রাসুল (সাঃ) এর সাংসারিক জীবন নিয়ে চমৎকার বই।
আমরা যখন সিরাত অধ্যয়ন করি তখন খুব গুরুত্বপূর্নভাবে দেখি যে, কিভাবে রাসুল (সাঃ) সমাজ জীবন রাষ্টীয় জীবন যুদ্ধ জীবন পরিচালনা করেছেন। কিন্তু একবারের জন্যও খুব ভালোভাবে লক্ষ্য করিনা রাসুল তার জীবনসঙ্গিনীদের সাথে কেমন ছিলেন।
আমরা যদি রাসুল (সাঃ) সমগ্র জীবনের দিকে তাকাই তাহলে দেখবো যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মাত্র একজন নবী, একজন শাসক, একজন আর্দশ পিতা ছিলেন না তিনি ছিলেন একজন আর্দশ স্বামী।
তিনি স্ত্রীদের সম-অধিকার রক্ষা করেছেন। স্ত্রীদের বিনোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। তাদের লোকমা তুলে খাইয়ে দিয়েছিলেন।
রাসুল (সাঃ) স্বামী হিসেবে কেমন ছিলেন? মুলত ছিল এই বইয়ের আলোচনা। বইটিতে মোট ৯টি অনুচ্ছেদে বিন্যস্ত করা হয়েছে ,
১. আদর-সোহাগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২. প্রিয় নবীজি ভালোবাসার শ্রেষ্ট শিল্পী।
৩. স্ত্রীর জন্য সাজসজ্জা ও সুগন্ধি মাখা।
৪. সর্বোওম জীবনসঙ্গী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৫. সহনশীলতায় রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৬. স্ত্রীদের সাথে নিবিড় সম্পর্ক।
৭.স্ত্রীদের সাথে সমতা বিধান।
৮. দাম্পত্য জীবনে সদাচারণ গুরুত্ব।
৯. যে ঘরে বসেছে চাঁদের হাট।
১০.শেষ কথা।
প্রতিটি প্রাপ্ত বয়স্ক যুবক ভবিষ্যৎ দিনের জন্য কারো না কারো স্বামী। তাই জীবনসঙ্গিনীর সাথে কেমন আচরণ করতে হবে এখন থেকেই শিখতে হবে তাই এই বইটি তাদের জন্য। এবং যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু জীবনসঙ্গিনীর সাথে ভালো আচরন করেন না এই বইটি তাদের জন্য বিরাট শিক্ষকের ভূমিকা পালন করবে। সবমিলিয়ে চমৎকার এবং এক বৈঠকে পড়ে শেষ করে ফেলার মত একটি বই।
–
রিভিউ লিখেছেনঃ মুহাম্মাদ আল-আমিন হৃদয়
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?