Shamayele Tirmizi Product Specification
Title | শামায়েলে তিরমিযী |
Author | ইমাম তিরমিযী (র) |
Publisher | মাহমুদিয়া লাইব্রেরী |
Quality | PDF Download Free |
Edition | 5th Edition, 2012 |
Number of Pages | 493 |
Country | বাংলাদেশ |
Language |
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর গঠন প্রকৃতির বিবরণ
ইমাম তিরমিযী রহ . প্রায় চারশত হাদীস সম্বলিত ‘ কিতাবুশ শামায়েল’কে ছাপ্পান্নটি অনুচ্ছেদে সাজিয়েছেন । এ অনুচ্ছেদে তিনি রাসূল সা . এর অবয়ব তথা শারিরীক গঠন আকৃতি সম্পর্কিত সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে ১৪ টি হাদীস বর্ণনা করেছেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত মানব জাতির সর্বোত্তম আদর্শ । ইমাম তিরযিমী রহ . এ গ্রন্থটি যদিও রাসূল সা . সূরতের উপর রচিত কিন্তু এতে সূরতের পাশাপাশি সীরতের অনেক আলোচনা আছে । আম্বিয়ায়ে কেরাম এবং আওলিয়ায়ে কেরামের সীরাতের পাশাপাশি সূরত নিয়ে আলোচনা করার মাঝেও রয়েছে মানব জাতির জন্য কল্যাণ এবং রহমত । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবয়ব সম্পর্কে জানা দরকার এবং পরবর্তিদের নিকট তা পৌঁছে দেয়া দরকার । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মে’রাজের রাতে নবীদের , কাকে কেমন দেখেছেন তার বর্ণনা সাহাবায়ে কেরামের নিকট করেছেন । মোল্লা আলী কারী রহ . বলেন , এ থেকে প্রতিয়মান হয় যে , পূর্ববর্তী মনীষীর গঠন প্রকৃতির বিবরণ পূর্ববর্তীদের নিকট পৌঁছে দেয়া উচিৎ । কেননা , এতেও প্রভূত বরকত ও কল্যাণ নিহিত । ,