ড. এনায়েতউল্লাহ আব্বাসী (হাফিঃ) একজন পাঠক নন বরং তিনি নিজেই একটা লাইব্রেরি। তিনি কোন ইউনিভার্সিটির টিচার নন বরং নিজেই একটা ইউনিভার্সিটি।
কী বিজ্ঞান! কী ইতিহাস! কী রাজনৈতিক জ্ঞান! কী ফিকহী পাণ্ডিত্য! কী কোরআন-হাদিসের উপর অগাধ দখলত্ব! কী স্মৃতি শক্তি! কী তর্ক শাস্ত্র! সমসাময়িক ইসলামিক স্কলারদের মধ্যে যিনি একেবারেই অনন্য।
আল্লাহ শাইখের ইলমও হায়াতের মধ্যে সাগরসম বরকত ঢেলে দিক। দাওয়াতের ময়দানে ইখলাসের সাথে নিয়ে যাক সীমাহীন দূর অবধি। এবং উঠিয়ে নিক হেদায়েতের সর্বোচ্চ শিকড়ে। (আমিন)
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?