প্রভুর ডাকে সাড়া দাও : শাইখ সালিহ আল মুনাজ্জিদ – রিভিউ | Provur Dake Shara Dao Saleh Al Munajjid Books

  • বই প্রভুর ডাকে সাড়া দাও 
  • ️ মূল শাইখ সালিহ আল মুনাজ্জিদ
  •  সাইদ ইবনু আলি আল কাহতানি
  • ️ অনুবাদ- আব্দুল আহাদ তাওহীদ
  • ️ সম্পাদনা- মুফতি আরিফ মাহমুদ
  • প্রকাশনী- আয়ান প্রকাশন 
  • মুদ্রিত মূল্য- ৩২০৳
  • ছাড় মূল্য- ১৪৪৳
  • পৃষ্ঠা সংখ্যা- ১৬৮
  • বাইন্ডিং- পেপারব্যাক
  • Review Credit 💕 Mohua Mim
মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানব ও জিন-জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত বা দাসত্ব করার জন্য।’ [সুরা জারিয়াত, আয়াত : ৫২।] আর মানুষের এ দাসত্বের মনোভাব ফুটে ওঠে দোয়ার মধ্যে দিয়ে। তাই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দোয়াই হলো ইবাদাতের মগজ বা মূল।’ [সহিহুল বুখারি, হাদিস : ৪১৪।] 
আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে জাগতিক উপায়-উপকরণ ও জড়বস্তুর দিকে দু-হাত সম্প্রসারিত করে দিই। যার ফলে আল্লাহর প্রতি আমাদের আস্থা-ভালোবাসার ঘাটতি দেখা যায়। এ থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের উচিত পার্থিব জীবনে কোনো বস্তুর প্রয়োজনে প্রথমেই প্রিয় নবির শিখিয়ে দেয়া সালাতুল হাজাত পড়ে কাঙ্ক্ষিত বস্তু অনুসন্ধানে বেরিয়ে পড়া। ‘দোয়ার শক্তি অপরিসীম; কেবল দোয়াই পারে তাকদির বা ভাগ্য-লিখনকে বদলে দিতে।’ [সুনানুত তিরমিজি, হাদিস : ২১৩৯।] 
প্রিয় পাঠক! বইটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রতিটি দোয়া ও জিকির প্রেক্ষাপট সহকারে অনুবাদ করা হয়েছে। দোয়ার মর্মকথা ও প্রকারভেদ, দোয়ার মাহাত্ম্য, দোয়া কবুলের সময়, স্থান, শর্ত ও দোয়া কবুল না হওয়ার কারণ ইত্যাদি সকল বিষয়ে উদ্ধৃতিসহ বিশদভাবে আলোকপাত করা হয়েছে। প্রতিটি মানুষের উচিত জীবনকে সুশোভিত করা। আর তা তখনই হবে, যখন রাসুলের জীবনাদর্শকে অনুসরণ করবে।

বইটির অরজিনাল রিভিউ টি দেখুন

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?