বাংলাদেশের রূপ বৈচিত্র্যের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে শীতের অবস্থান। শীতকাল অন্যসব ঋতু থেকে আলাদা।
হেমন্তের সোনালী ডানায় ভর করে হিমেল হাওয়া সাথে নিয়ে কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতকাল। এ সময় বিবর্ণ হয়ে গাছের পাতা ঝরে পড়ে। শীতের সকাল বললেই আমাদের কল্পনায় প্রকৃতির রূপের এক অনন্য চিত্র ভেসে উঠে। শীতে প্রকৃতি যেন জড়োসরো হয়ে যায়। অন্য ঋতুর তুলনায় শীতের সময়ে রাত বড় হয়, আর দিন হয় ছোট।
শীতের দীর্ঘ রাতে কুয়াশার আবরণ গায়ে মেখে সুবহে সাদিকে ভেসে আসে আজানের ধ্বনি। ভিন্ন প্রকৃতির এ ঋতুতে মানুষের মাঝে ইবাদতে আলস্য দেখা দেয়। অথচ এ ঋতুতে দিনের বেলায় রোজা রেখে রাতে শেষ প্রহরে উঠে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের পথ সুগম হয়।
প্রিয় পাঠক! শীতকালে যে আমল করলে মহান স্রষ্টার নৈকট্য অর্জনের পথ সুগম হয়, আমল পরিশুদ্ধ হয় সেসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে “শীতকালের জরুরী মাসায়েল ও আদব” বইটিতে।
বই : শীতকালের জরুরি মাসায়েল ও আদব
লেখক : মুফতি মুহাম্মদ খায়রুল ইসলাম
চিন্তায়… কল্পনায়… কৌতূহলে… পড়
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?