হিন্দু মুসলিম মানস By আবুল আসাদ
Title হিন্দু মুসলিম মানস
Author আবুল আসাদ
Publisher দি ইনডিপেনডেন্ট স্টাডি ফোরাম, ঢাকা
Quality 📂 PDF Download Free
Edition 1st Published, 2014
Number of Pages 199
Country বাংলাদেশ
Language বাংলা
ভূমিকা হিন্দু মুসলামান সম্পর্কের ইতিহাস সন্ধান করতে গিয়ে ইতিহাসের কিছু ডট্স , কিছু কথা সামনে এনেছি । এসেছে সেগুলো উভয় সম্প্রদায়ের মানুষের মন থেকে । দেখা গেল মনেই মৌলিক পার্থক্য । আর মনই হলো বিশ্বাস – অবিশ্বাস , ভাবনা – দুর্ভাবনা , আশা – নিরাশা , চাওয়া না চাওয়ার আলয় । এখান থেকেই ইতিহাস , ঐতিহ্য , কাহিনী , কল্পনার উদ্ভব ঘটে । তাই মন বিভাজনের ক্ষেত্রও । বাস্তবে জাতিগত বিভাজন এসেছে মন থেকেই । এই বিভাজন কিন্তু সহযোগিতা ও সহমর্মীতার পথে বাধা হয় না , হওয়া উচত নয় । কিন্তু এটাই হয়েছে । সাক্ষী হিসাবে ইতিহাসের যে ডট্সগুলো সামনে এনেছি তাতে দেখা যাচ্ছে ঐক্যের আহ্বান , সম্প্রীতির আহ্বান , সমঝতার আহ্বান , ভাই না হোক অন্ততঃ প্রতিবেশী হিসেবে কাছে টানার আহ্বান সবই ব্যর্থ হয়েছে । আজ থেকে একশ বছরের মত আগে মুসলিম সমাজ যখন ধ্বংসম্মুখ , তখন মুসলমানরা প্রতিবেশী হিন্দুদের সহযোগিতা পায়নি , সহমর্মীতা পায়নি – পেয়েছে ঘৃণা সমাজের নিচ থেকে উপর সব তলা থেকে ।
অথচ ভেদ জ্ঞান না করে হিন্দুদের অভিজাত আসনে উন্নিত করেছিল , সহযোগিতা করেছিল মুসলিম শাসকরাই । কিন্তু দুঃসময়ে এই সহযোগিতা মুসলমানরা পায়নি । গোটা ইতিহাস , অন্ততঃ গত আড়াইশ বছরের , এরই এক ধারাবাহিকতা । মর্লি – মিন্টো , মন্টেগু – চেমস ফোর্ড , নেহেরু রিপোর্ট সর্বত্রই সহযোগিতা নয় বাদ – প্রতিবাদ প্রাধান্য পেয়েছে । এই বাদ – প্রতিবাদের মাথায় দেশটাই ভাগ হয়ে গেল । এখন তারাই আবার দেশ ভাগ নিয়ে ব্লেম গেম শুরু করেছে । এটা ক্রমেই বাড়ছে । কিন্তু এর পেছনে উপমহাদেশীয় সংখ্যাগুরুদের মনের কোন পরিবর্তন নেই , সদিচ্ছা কিংবা শুভ চিন্তা নেই , আছে মুক্ত হয়ে যাওয়া পাখিকে আবার খাঁচায় ফিরিয়ে আনার কুট কুমতলব । ইতিহাসের সন্ধান একটা অব্যাহত অন্তহীন কাজ । এই বইতে ইতিহাসের মাত্র কিছু ডট্স ও কথার সম্মিলন ঘটানো হয়েছে । পাঠক – “
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?