সীরাতে নোমান বই পাঠ পর্যালোচনা
🍁বই : সীরাতে নোমান
🍁লেখক : আল্লামা শিবলী নোমানী
🍁প্রচ্ছদ : হিশাম আল নোমান
🍁প্রকাশনী : মক্তব প্রকাশন
🍁মূল্য : ৩৬০
🍁পৃষ্ঠাসংখ্যা : ২৮৭
পাঠপ্রতিক্রিয়া
অপারেশন জিরো সিক্সটি নাইন : মামুন মুনতাসির | Operation Zero Sixty Nine : Mamun Muntasir Books
আমার দুআ আমার যিকর : শিশু কিশোরদের ইসলামী বই | Amar Dua Amar Zikir
আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায় : লেখকঃ শরিফুল ইসলাম | Amar Shukhera Aturghorei Mara Jay
কুনালের চোখ : রোকেয়া আশা | Kunaler Chokh : Rokea Asha – পাঠক অনুভূতি !
খুন হওয়া ঘুম : সালাহ উদ্দিন শুভ্র – বই রিভিউ | Khun Howa Ghum : Salah Uddin Shuvro Books
গোল্ড ইজ মানি : জেমস রিকার্ডস | Gold Is Money Bangla Anubad : Author James Ricards
• প্রথম অংশে প্রকাশিত হয়েছে ইমাম আবু হানিফার পরিচয়, জীবন, জ্ঞানার্জন, কর্মক্ষেত্র, তাকে ঘিড়ে প্রচলিত রূপকথার গল্পের অবাস্তব কাহিনীগুলোর সুস্পষ্ট জবাব এবং সেই সাথে ইমাম সাহেবের উচ্চ আখলাক, তাঁর সহজাত মেধা ও গভীর প্রজ্ঞার নিদর্শন তুলে ধরার মধ্যে এই অধ্যায়ের অতি টানা হয়েছে ।
• দ্বিতীয় অংশটি সজ্জিত হয়েছে ইমাম আবু হানিফার জ্ঞান, উসূল, কর্মযজ্ঞ, মেথডলজি, চিন্তাধারা, দর্শন নিয়ে; সর্বোপরি ইমামে আযমকে নিয়ে চর্চা ও আলোচনা করা হয়েছে। তাঁর মাসয়ালা বিশ্লেষণ এবং বেশ কিছু মাসয়ালা নিয়েও আলোচনা করা হয়েছে। যেখানে স্পষ্টত যে, ইমামে আযম ওহী ও আক্বলের মধ্যে মেলবন্ধন লক্ষ্য করেছেন। একই সাথে আল্লামা শিবলী নোমানী ইসলামী আইন রোমান আইন থেকে গৃহীত, কিংবা ইলমুল ফিকহ আজকের পশ্চিমা আইনের অনুরূপ এমন ধ্যান ধারণাকে যৌক্তিকভাবে খন্ডন করেছেন।
অসাধারণ এই আলোচনাকে আল্লামা শিবলী নোমানীর মতো বিদগ্ধ ইতিহাসবেত্তা তাঁর মননশীল মেধা খাটিয়ে বেশ সাজানো-গোছানো ও পরিপাটি করে উপস্থাপন করেছেন, যার ফলে বলা যায়, দুর্বোধ্য এই বিষয়টি পাঠকের জন্য খুবই সহজবোধ্যভাবে উপস্থাপিত হয়েছে।
• বইটির তৃতীয় অংশে ইমামে আযমের গড়ে তোলা সুযোগ্য চিন্তাশীল, মুজতাহিদ, মুতাফাক্কির, মুহাদ্দিস ও ফকিহগণের জীবনী লিপিবদ্ধ করা হয়েছে। মননশীল এই লেখক হানাফি মাযহাবের ইমামদের জীবনীচরিত করেছেন, যেখানে হাদীসাঙ্গন, ফিকহাঙ্গন দুই ভাগে বিভক্ত হয়েছে। এই আলোচনার মাধ্যমে মুসলিম উম্মাহর এই মুজতাহিদ, মুহাদ্দিস ও মুতাকাল্লিমের সীরাতের পরিসমাপ্তি ঘটে।
ভাবপ্রকাশ
❝সীরাতে নোমান❞ গ্রন্থটির নাম থেকেই এর আলোচনার বিষয়বস্তু আচঁ করা যাচ্ছে। এটি ইমামে আযমের জীবনী, যেখানে তাঁর জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। আবু হানিফার নাম শুনেনি এমন কাউক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর, তাই তাকে নিয়ে আজগুবি কথাবার্তাও বেশ সাধারণ হয়েছে, যেমন-চল্লিশ বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ আদায়, ধারাবাহিকভাবে ত্রিশ বছর রোজাপালন, ৭০০০ বার কুরআন খতম, সাধারণ কারণে দীর্ঘদিন মাছ ও বকরীর গোশত না খাওয়া, ইমাম সাহেবের কোনো কন্যাসন্তান না থাকা সত্ত্বেও কোনো এক অদ্ভুত কারণে মেয়ের নামানুসারে তাঁর নামকরণ হওয়া এসব অবাস্তব বিষয়গুলো সম্পূর্ণ বানোয়াট। যেগুলো আমাদের এ মহান ইমামকে রূপকথা গল্পের কোনো চরিত্র হিসেবে ভাবতে শিখায়। যা আমাদের ইমামে আযম সম্পর্কে পাঠককে অবহেলিতও করে বটে। ″সীরাতে নোমান″ এর পাঠক এসব ভালোভাবেই বুঝতে পারবে এবং ইসলামের বিশ্বজনীনতাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে।
সবশেষে বলতে চাই দারুন একটি বই পড়লাম। সকলকে অনুরোধ করবো একবার পড়ে দেখার জন্য। লেখকের লেখনি আমাদের জানার পরিধিকে বাড়াবে এবং সত্যিই মুগ্ধতা এনে দেবে হৃদয়ে।