উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, ‘আমার আমল কমে যাওয়ার ভয় না থাকলে, তোমাদের মতো আমিও বিলাসী জীবনযাপনে অংশগ্রহণ করতাম। কিন্তু আমি জানি, হাশরের মাঠে আল্লাহ তাআলা একদলকে তিরস্কার করে বলবেন,
أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا
“তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সুখ-সম্ভার নিয়ে গেছ এবং সেগুলো উপভোগও করেছ।”
আল্লাহর দলের লোক ও অন্যান্যদের মাঝে পার্থক্য হলো, আল্লাহর দলের লোকেরা হবে আখিরাতমুখী এবং আখিরাতের জন্য প্রস্তুতিগ্রহণকারী।
এক সালাফ বলেন, ‘আল্লাহকে পেতে সবাইকে ছাড়িয়ে যেতে যা যা করার দরকার, তুমি তাই করো।’
আরেক সালাফ বলেন, ‘তুমি যদি দেখো কেউ তোমার সাথে দুনিয়াবী ব্যাপারে প্রতিযোগিতা করছে, তাহলে তার সাথে দ্বীনের ব্যাপারে প্রতিযোগিতায় অবতীর্ণ হও।’
.সালাফদের আখলাক – বই থেকে চুম্বকাংশ।
শীঘ্রই প্রকাশিতব্য ইন শা আল্লাহ!