- বই : সালাতের দুআ (যা রাসূল সা. থেকে প্রমাণিত)
- লেখক : আবু উমামা কুতুবুদ্দীন মাহমূদ
- প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
- বিষয় : দুআ ও যিকির, সালাত/নামায
- পৃষ্ঠা : ৯৬
দুআ ইবাদতের মগজ। বান্দা আল্লাহর দরবারে বিনীত হলে আল্লাহ কখনোই বান্দাকে ফিরিয়ে দেন না। কুরআনে আল্লাহ যেমন অনেক দুআ শিখিয়ে দিয়েছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার উম্মতদেরকে নানান বিষয়ের দুআ ও আমলের তরিকা শিক্ষা দিয়েছেন।
ইসলামের মৌলিক স্তম্ভগুলির একটি সালাত। মুমিন এবং কাফেরের মধ্যকার বাহ্যিক পার্থক্যও স্পষ্ট হয় সালাতের মধ্য দিয়ে। আল্লাহ তার বান্দাদের জন্য সালাত ফরজ বা আবশ্যক পর্যন্ত করে দিয়েছেন। কবুলের জন্য সালাতের ভেতরেও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত বেশকিছু দুআ আছে। পাক-পবিত্রতা থেকে শুরু করে, সালাত, মাজলিস, জানাযা প্রভৃতির জন্য হাদিস শরিফে দুআ আর দরুদের বিশাল ভাণ্ডার রয়েছে। আমরা যেগুলো জানি, তার বাইরেও আছে আরও অনেক দুআ।
সব দুআ কি হাদিস দ্বারা প্রমাণিত? এই প্রশ্নের জবাবে ‘সালাতের দুআ : যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত’ বইটি আপনাকে বিশেষ গাইড দেবে। সালাতের যেসব দুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রমাণিত, সে সমস্ত সন্নিবেশিত হয়েছে এই পুস্তিকাটিতে। প্রতিটি দুআর সঙ্গে দেওয়া হয়েছে একাধিক হাদিসের মজবুত রেফারেন্স। ফলে বইটি বিশেষ শক্তি নিয়ে হয়ে উঠেছে আপনার নিত্য সঙ্গী।
Author : আবু উমামা কুতুবুদ্দীন মাহমূদ
Category : আমল ও আমলের সহায়িকা
Price : ৯০৳
সালাতের দু’আ
ঘুম থেকে জেগে দু’আ : নং-১
الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور. সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমার (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাকে জীবিত করলেন, তাঁরই নিকট সকলের ফিরতে হবে।
عن حذيفة بن اليمان قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه قال باسمك أموت وأحيا وإذا قام قال الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور .
বুখারী
: ৬৯৬০, মুসলিম : ৭০৬২, মুসান্নাফে ইবনে আবী শাইবা : ২৭০৫২
ঘুম থেকে জেগে দু’আ : নং-২
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم دعا رب اغفر لي.
আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো উপাস্য নেই, তাঁর কোনো শরীক নেই, তাঁরই জন্য রাজত্ব ও সকল প্রশংসা তাঁর এবং তিনি সকল বস্তুর ওপর ক্ষমতাবান। আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এবং সকল প্রশংসা তাঁরই জন্য । আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সবচেয়ে বড়ো। আল্লাহ ছাড়া কারো কোনো কিছুর ক্ষমতা নেই। অতঃপর এই দু’আ করবে, ‘হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন” (তখন তাকে ক্ষমা করে দেওয়া হবে)।
عن عبادة بن الصامت قال قال رسول الله -صلى الله عليه
সালাতের দু’আ
وسلم- « من تغار من الليل فقال حين يستيقظ لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم دعا رب اغفر لى ». قال الوليد أو قال « دعا استجيب له فإن قام فتوضأ ثم صلى قبلت صلاته » আবু দাউদ : ৫০৬২, সহীহ ইবনু হিব্বান : ২৫৯৬, মুসনাদে আহমাদ : ২২৭২৫
টয়লেটে প্রবেশের দু’আ :
اللهم إني أعوذ بك من الخبث والخبائث. হে আল্লাহ, আমি আপনার নিকট অপবিত্র জিন নর-নারী থেকে আশ্রয়
عن عبد العزيز بن صهيب قال سمعت أنسا يقول كان النّي صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بت من الخبث والخبائث.
বুখারী : ৫৯৬৩, মুসলিম : ১২২, সহীহ ইবনু খুজাইমাহ : ৩৮, মুসান্নাফে ইবনে
আবী শাইবা : ৩০৫১৯
টয়লেট থেকে বের হয়ে দু’আ :
الحمد لله الذي أذهب عني الأذى وعافاني.
সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি আমার থেকে কষ্টদায়ক
বস্তুকে দূর করে দিয়েছেন এবং আমাকে ক্ষমা করেছেন।
عن أبي علي ، أن أبا ذر كان يقول إذا خرج من الخلاء : الحمد
সালাতের দু’আ
لله الذي أذهب على الأذى وعافاني.
ইবনু মাজাহ : ৩০১, মুসান্নাফে ইবনে আবী শাইবা : ৩০৫২৭
অযুর পূর্বের দু’আ :
بسم الله
শুরু করছি আল্লাহর নামে।
عن أبي هريرة قال قال رسول الله -صلى الله عليه وسلم- « لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر اسم الله
تعالى عليه ».
১৫
অযুর শেষে দু’আ : নং-১
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
عبده ورسوله
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।
عن عقبة بن عامر قال كانت علينا رعاية الإبل فجاءت توبتي فروختها بعشئ فأدركت رسول الله -صلى الله عليه وسلم قائما يحدث الناس فأدركت من قوله « ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?