- বইঃ লাশকাটা ঘরে।
- লেখকঃ নিঝুম।
- প্রচ্ছদঃ জাওয়াদ উল আলম।
- জনরাঃ থ্রিলার।
- প্রকাশকালঃ ২০২২।
- মুদ্রিত মূল্যঃ ২৩৫/-
- পৃষ্ঠাঃ ১৫২।
- প্রকাশনীঃ বেনজিন প্রকাশন
- Review Credit 💕 আশরাফুন নাহার
ফ্ল্যাপঃ
পার্কে ঘুরতে এসে দুজন ব্যক্তির দেখা। আলাপে আলাপে পরিচয় থেকে বাড়িতে দাওয়াত পর্যন্ত গড়ালো বিষয়টা। এদিকে শহরে এক মগজখেকোর আবির্ভাব ঘটেছে। পাওয়া যাচ্ছে মগজবিহীন লাশ। শেষ পর্যন্ত কি পরিণতি হবে ওই দুই ব্যক্তির? মগজথেকো কি ধরা পড়বে? খুন ঠেকাতে বহুদিনের পুরনো রাগ ভুলে লেখক বন্ধু ইমতিয়াজের সাথে দেখা করতে গেলো পুলিশ অফিসার মাহিল। আসলেই কি তা খুন, নাকি কাউকে ফাঁসানোর ঘৃণ্যতম ষড়যন্ত্র? আত্মহত্যা করতে গিয়ে দুর্ঘটনা বশতঃ পড়ে গিয়ে মৃত্যু হয়েছে জয়িতার স্বামী রাজীবের। তদন্ত করতে এসেছে তারই প্রাক্তন প্রেমিক শফিকুল। কেন আত্মহত্যা করতে চাইলো রাজীব? তদন্ত কি সঠিক পথে এগুবে? নাকি নিছক দূর্ঘটনা থেকে শুরু হবে কাছে আসার নতুন গল্প?
ভাবতে ভাবতে শুভ এমন এক থিওরি আবিষ্কার করে ফেললো যা পরিবর্তন করে দিতে পারে মানবজীবনের উদ্দেশ্যই। সে তা শেয়ার করতে গেলো তারই ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর মঞ্জুরের কাছে। এ বিষয়ে জানাটাই কি কাল হয়ে দাঁড়ালো তাদের দুজনের জন্য? জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা শুনে জেগে উঠলো একজন। লাশকাটা ঘরে আড্ডা জমিয়েছে বেশ কয়েকজন লাশ। তাদের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে উঠে আসলো সমাজের নানা অসংগতি। কিন্তু তাদের গল্প শুনছে কে এই আগন্তক?
গল্পের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্যে রোমাঞ্চিত হয়ে উঠার জগতে পাঠককে স্বাগতম।
বই সংক্ষেপঃ
মগজঃ স্যাপিওসেক্সুয়াল এক সাইকোপ্যাথের গল্প। তার যাকে পছন্দ হয় তাদেরকে সে হৃদপিণ্ডের খুব কাছে অর্থাৎ পাকস্থলীতে স্থান দেয়। আর কেউ কেউ নিজেই টোপ হয়ে প্রবেশ করে এমন পাগলের আস্তানায়।
বিষঃ “অপরাধ সবসময় ভীড়েই ঘটে না। কখনো কখনো কিছু অপরাধ নিরালাতেও ঘটে।” আর কিছু অপরাধ ঘটার আগেই সলভ করা যায়।
সন্দেহঃ সন্দেহ এক প্রকার রোগ, মানসিক ব্যাধি। সাধারণত এই রোগের শুরু থেকে শেষ, পরিকল্পনা থেকে পরিনতি সবটাই ভূলে গড়া থাকে।
ঈশ্বরঃ দিনের শুরুতে হোক কিংবা শেষে বাস্তবতা হলো, “সৃষ্টিকর্তা ছাড় দেন, তবে ছেড়ে দেন না।”
লাশকাটা ঘরেঃ মৃত্যুই মুক্তি! প্রতিটি জীবনের কোনো না কোনো অধ্যায়ে বেজে ওঠে এই সুর। কেউ সেই সুর কে দমিয়ে দিয়ে বাঁধে বাঁচার গান, কেউবা সেই সুরে নিজেকে বিলীন করে দেয়।
পাঠ্যানুভুতিঃ প্রতিটি গল্পই প্রশংসার দাবীদার। তবে ঈশ্বর গল্পের কিছু ইরোর ছিলো। এছাড়া বাকিগুলো ঠিকাছে। লাশকাটা ঘরে গল্পটায় লেখক চাইলে হয়তো আত্মহত্যা রোধী কিছু বার্তা দিতে পারতেন পাঠকের কাছে।
হাতে গোনা কয়েকটি বানান ও টাইপিং মিস্টেক ছিলো। পরবর্তী মুদ্রণে সংশোধন করবেন আশাকরি ইনশাআল্লাহ।
পারসোনাল রেটিংসঃ ৭.৮/১০
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?