Post ID 111581
বই: হে যুবক জান্নাত তোমায় ডাকছে
সংযোজন ও সংকলন: শারমিন জান্নাত
সম্পাদনায়: আরিফ মাহমুদ
মুদ্রিত মূল্য ৩০০৳
ছাড়কৃত মূল্য ১৫০ (৫০% ছাড়)
প্রাকাশনায়: আর রিহাব পাবলিকেশন্স
ধরণ : হার্ডকভার
পৃষ্ঠা: ১৬০
একজন মুমিন দুনিয়ার ক্যরিয়ার নয় আখিরাতের ক্যারিয়ার নিয়ে ভাবে
প্রিয় ভাই! যদি সত্যিকারের মুমিন হতে চান নিজের ক্যারিয়ার নয় দ্বীনের ক্যারিয়ার নিয়ে ভাবুন। দ্বীনচর্চা করে খ্যাতিমান হওয়ার লালসা পরিত্যাগ করুন। মনে রাখবেন, যতদিন দ্বীন সম্মানিত হয় নি ততদিন কোনো দ্বীনদার সম্মানিত হতে পারে না। যতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নি, কোনো মুসলিম প্রতিষ্ঠিত হতে পারে না।
আপনি যদি দ্বীনের বিশুদ্ধ আকিদা নিয়ে কথা বলেন, আপনি যদি সেই পরিপূর্ণ দ্বীনের প্রচার করেন যেটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাতে মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল, তবে প্রতিষ্ঠিত হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তা-গু-ত ও তা-গু-তের দোসররা আপনার পিছু লাগবে।
আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। সুতরাং দ্বীনের জন্য কুরবানি দিতে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি তা-গু-তের নির্ধারিত সীমারেখায় দ্বীন চর্চা করেন তবেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন।
একবার একজন আবিদ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিলো, “কীভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আমাকে শেখান।” তিনি উত্তরে বলেছিলেন, “শিখিয়ে কারো মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করা যায় না।”“অন্য কোন কিছুই একজন বান্দার অতটা বেশি প্রয়োজন নেই, যতটা বেশি প্রয়োজন সরল সঠিক পথের নির্দেশনা।”
মনে রাখবেন, একজন মুমিন দুনিয়ার ক্যরিয়ার নয় আখিরাতের ক্যারিয়ার নিয়ে ভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। অন্তরে ইখলাস ও নিষ্ঠা দান করুন। সিরাতুল মুস্তাকিমের ওপর অটল-অবিচল রাখুন। আমিন; ইয়া রব্বাল আলামিন!
শর্ট পিডিএফ:
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?