Post ID 111429
বই : সুলতান আওরঙ্গজেব আলমগীর
ধরণ : ইতিহাস, ব্যক্তিত্ত্ব
মুল্য : ৩০০৳
লেখক : ফাহাদ আব্দুল্লাহ
প্রকাশনী : কালান্তর
পূর্বে পার্বত্য চট্টগ্রাম। পশ্চিমে পাথুরে পাহাড় বেষ্টিত খোরাসান। উত্তরে তুষার তিব্বত। দক্ষিনে অথৈ নীল জলরাশির ভারত মহাসাগর। মাঝে ৪০ লক্ষ বর্গকিলোমিটারের মোগল সালতানাত।যার সিংহাসনে অধিষ্ঠিত সুলতান আওরঙ্গজেব আলমগীর।
একজন খোদাভীরু আলেম। দক্ষ শাসক। অকুতোভয় যোদ্ধা ও নিপুন সমরবিদ। ইতিহাসের মজলুম ব্যক্তিত্ব। অর্ধশতাব্দী সাম্রাজ্যের জন্য একের পর এক বিদ্রোহের মোকাবেলা করেছেন। অশ্বপৃষ্ঠে একবার কাবুল আরেকবার দক্ষিণাত্যে, এভাবে প্রজাদের নিরাপত্তা রক্ষায় অক্লান্ত সেবা করে গেছেন।
তার মৃত্যুর তিন শতাব্দীতে ভারতবর্ষের ইতিহাস নিয়ে রচিত হয়েছে শত গ্রন্থ। বাংলা ভাষায় “সুলতান আওরঙ্গজেব আলমগীর” তার মধ্যে একটি মৌলিক গ্রন্থ। বইটি পড়ে বুঝলাম সঠিক তথ্য ও বর্ণনার জন্য লেখকের খাটুনি হয়েছে বেশ। কেননা ইতিহাসের সেই মহানায়ককে নিয়ে এ পর্যন্ত ডজনখানেক গ্রন্থ রচনা হয়েছে। যার প্রসিদ্ধগুলো হলো তথ্যের আস্তাকুঁড়। তার থেকে বেছে বেছে লেখক সত্যকে উঠিয়ে আনার চেষ্টা করেছেন।
“আওরঙ্গজেব আলমগীর ”গ্রন্থে তার জন্ম থেকে শিক্ষাজীবন, সুবেদারি, ভাতৃযুদ্ধ, সর্বশেষ সিংহাসন লাভ। এই দীর্ঘ সোপান বেয়ে ইতিহাসের উচ্চতায় পৌঁছার ধারাবাহিক বর্ণনার সাথে সাথে পিতার বিরুদ্ধে গিয়ে সিংহাসন লাভের উদ্দেশ্য,এবং পরবর্তী সংগ্রামী জীবনের বর্ণনা। এবং পরবর্তীতে তার শাসনামলে প্রশাসনিক অর্থনৈতিক সামাজিক ও শিক্ষা ব্যবস্থার উন্নতি ও অগ্রগতি। সুলতানের মৃত্যু পরবর্তী উত্তরাধিকার লাভের ভাতৃযুদ্ধের বিবরণ। ইত্যাকার বিষয় লেখক তাঁর মজবুত লেখনীর মাধ্যমে তুলে এনেছেন বইটিতে।
একশ্রেণীর বিদ্বেষী ঐতিহাসিকদের কারণে অধিকাংশ ইতিহাস পাঠক তার প্রতি বিরূপ ধারণা পোষণ করে। তারমধ্যে জিযয়া, দক্ষিণাত্য অভিযান, হিন্দু বিদ্বেষের অভিযোগ অন্যতম। উক্ত গ্রন্থে দলিল ও যুক্তির আলোকে এসব অভিযোগ খণ্ডন করা হয়েছে। এ কারণে বইটি একটি অসাধারণ গুরুত্ব বহন করে।
কেউ ভারতবর্ষের ইতিহাস অধ্যায়ন করতে চাইলে সুলতান আলমগীর সম্পর্কে জানার জন্য আবশ্যক। আর তাকে নিয়ে বাংলা ভাষায় মৌলিক গ্রন্থ হিসেবে “আওরঙ্গজেব আলমগীর” পাঠককে তৃপ্ত করবে বলে আশা করি। তাছাড়া তাঁর ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে উক্ত বইটি তার গাইড হিসেবে ভূমিকা রাখবে।
বইপোকার বইপ্রেমীদের আমি হলফ করে বলতে পারব সাহিত্য, ইতিহাসের অনন্য যে বইসমূহ, যেগুলো পড়ার আর চলচ্চিত্র বা টাইম মেশিনে পাঠক ঘটনা চরিত্র হয়ে যাওয়া একই কথা। ফাহাদ আব্দুল্লাহর রচিত বইটি তেমনিভাবে পাঠক কে আপন করে নিবে। সর্বশেষে হিন্দুস্তানে আমাদের পূর্বসূরীর বাস্তব জানতে আমাদের শিকড় বিবরণ উদঘাটন করতে আপনার প্রতি আমার আহ্বান
“এসো ভাই তাদের পথে চলি তাদের মত জীবন গড়ি
অতীতের নমুনায় একবার যদি ভাই জাগাতে পারি,
দেখিবে দুনিয়া করিবে চুম্বন আমাদের পায়ে পরি ”
© তানিম মাহমুদ
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?
