Post ID 111456
বই: মহাবীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবি
লেখক: ড.আলি মুহাম্মদ সাল্লাবি
পৃষ্ঠা সংখ্যা: ৯৭৬ (২ খন্ড)
মুদ্রিত মূল্য: ১২৫০ টাকা
একজন ইতিহাসপ্রেমী পাঠক হিসেবে অনেকদিন থেকেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবির বিস্তারিত জীবনী পাঠের অনেক ইচ্ছে ছিল। কিন্তু বাংলাভাষায় এমন কোন বই না থাকার কারণে সেই আশা অপূর্ণই ছিল।
#মুহাম্মদ_পাবলিকেশন্স কে শুকরিয়া জানাই আমার সেই অপূর্ণ ইচ্ছাকে পূর্ন করার জন্য। প্রখ্যাত ইতিহাসবিদ লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি রচিত মহাবীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবি বইটি আমার সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করবে ইনশাআল্লাহ।
এই বইটি পাঠে পাঠক সুলতানের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
তো অপেক্ষার পালা তো শেষ!
এখন পড়ার পালা শুরু।
আশা করি আপনারাও যারা আমার মতো ইতিহাসপ্রেমী পাঠক আছেন,এই বইটি আপনাদের হৃদয়ের তৃষ্ণাও মিটাতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?