বই : ভাল্লাগে না by আয়মান সাদিক bangla book review with pdf download and author details

 Book Specification

Title ভাল্লাগে না
Author আয়মান সাদিক
Publisher আদর্শ
Quality হার্ডকভার
ISBN 9789848040170
Edition 1st Published, 2019
Number of Pages 166
Country বাংলাদেশ
Language বাংলা


রিভিউ_______________________________

কিছুই ভাল্লাগেনা।আমাদের অনেক পরিচিত একটি কথা। আবার ভাল্লাগেনা নামে একটি বইও আছে। বইটি লিখেছেন আইমান সাদিক ও অন্তিক মাহবুব। বইটির বিভিন্ন অধ্যায় আরো কিছু লেখক লিখেছেন তারা হলেন আরিফার হোসেন, আব্দলাহ বিন মাহমুদ ও সাকিব বিন মাহমুদ।বইটিতে ২৩টি অধ্যায় এবং ১৫৯ পৃষ্ঠা। বইটির উদ্দেশ্য হলো কথা গুলো পড়ে নতুন কিছু শেখা এবং জীবনকে বদলাতে চেষ্টা করা।

ভাল্লাগেনা বইটির বর্ণনা করতে হলে প্রথমেই বলতে হবে যে, এটি২০১৯ সালে বই মেলাতে বিক্রি হওয়া বেশ পরিচিত বইগুলোর একটি। বইটি একটি অনুপ্রেরণামূলক বই।অসংখ্য নিতীবাক্য ও কার্টুনচিত্রের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে বইটিকে।বইটি জনপ্রিয় হওয়ার বেশকিছু কারণ আছে, তারমধ্যে কয়েকটি হলো :

১.আইমান সাদিক যেহেতু অনলাইন শিক্ষক হিসেবে  বাংলাদেশের ছাত্র ছাত্রীদের কাছে খুব পরিচিত একটি মুখ সেহেতু শিক্ষার্থীরা তার বইটি সংগ্রহ করবেন।

২.বইটি এই সময়ের শিক্ষার্থীদের আলোচিত সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে

৩.আলোচিত সমস্যার কিছু সমাধানও বইটিতে আছে।

৪.বইটি অভিভাবকরাও পড়তে পারেন তাদের বাচ্চাদের বোঝার জন্য।

লেখক সম্পর্কে__________________________



বিখ্যাত অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক বাংলাদেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক অন্য নাম। তিনি শুধু অনলাইন কন্টেন্ট তৈরির মাধ্যমেই এদেশের তরুণ সমাজের কাছে পৌঁছেছেন তা নয়, তাদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগুণতি সেমিনার ও কর্মশালার, যেগুলো আলোকবর্তিকা হিসেবে নানাভাবে সাহায্য করেছে তাদের।

বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল তায়েব ও গৃহিণী শারমিন আক্তার দম্পতির ঘরে ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আয়মান সাদিক। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি মাধ্যমিক এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন।

আইবিএ-তে পড়াশোনা চলাকালে তিনি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’। এই প্লাটফর্মের সাহায্যে বিভিন্ন একাডেমিক ও অন্যান্য বিষয়ের উপর তথ্য ও লেকচার সমৃদ্ধ ভিডিও তৈরি করে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হয় এবং এভাবে শিক্ষাকে সহজলভ্য করে তুলতে বিশাল অবদান রেখেছেন আয়মান সাদিক। 

আয়মান সাদিক এর বইগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেন মিনিট স্কুলের ব্যাপক সাফল্যের ফলে আয়মান সাদিক এর বই সমূহ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আয়মান সাদিক এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘স্টুডেন্ট হ্যাকস’, ‘ভাল্লাগে না, ‘নেভার স্টপ লার্নিং’ ইত্যাদি। একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি ‘কুইন্স ইয়াং লিডার এওয়ার্ড’, ‘ইয়ুথ এওয়ার্ড’, ‘ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন পুরস্কার’ ইত্যাদি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

Click here to download this book

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?