বই- ফ্রম মাই সিস্টার্স লিপস্ মূল -নাইমা বি. রবার্ট

Post ID 111445

বই- ফ্রম মাই সিস্টার্স লিপস্
মূল -নাইমা বি. রবার্ট
অনুবাদ- নাবিলা আফরোজ জান্নাত
প্রকাশক- বুকমার্ক
মূল্য-275৳
রেটিং-০৭/১০

সম্পূর্ণ অন্যরকম একটি বই পড়লাম অনেক দিন পর।বিশেষত অনুবাদটা অনন্য। পশ্চিমা লেখিকার অনুবাদেও একটা ওয়েস্টার্ন টাইপ ভাব আছে। আগে পড়া রিভার্টেড হিস্ট্রিগুলো নিজের জবানেই বর্ণিত হতো। কিন্তু এই বইটা পড়তে গিয়ে মনে হলো যেন একটি ডকুমেন্টারি। এভাবে ধারা বর্ণনাটা সাহিত্যের নতুন এক দিক বলা যায়।

পশ্চিমা নারীরা *কেন স্বেচ্ছায়* ইসলামের ছায়াতলে আসছে, এসব ছাড়াও ইসলাম গ্রহণের পর তাঁদের নিত্যনতুন মজার  অভিজ্ঞতা, বিয়ে, পরিবার, প্যারেন্টিং সহ মুটামুটি ইসলামের একটি সার্বিক চিত্র ফুটে উঠেছে বইটিতে। নারী হিসেবে নিজেকে চিনতে, নিজের মূল্য বুঝতে, স্বাধীনতার সংজ্ঞা জানতে আমি বলবো মুসলিম-অমুসলিম প্রত্যেক নারীরই বইটা পড়ে দেখা দরকার।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?