বই : প্রথম প্রণয়। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়।

 ১. প্রথম প্রণয় এবং ২. কবি ও নর্তকী। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়। এ যাবৎকালে প্রকাশিত লেখকের উল্লেখযোগ্য দুটি বই একত্রে পাচ্ছেন কুরিয়র চার্জসহ মাত্র ৪৬০ টাকায়। অর্ডার করতে আপনার নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা (ইউনিয়ন, উপজেলা/থানা, জেলা) ইনবক্সে দিন।

বই : কবি ও নর্তকী। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়।

বই : প্রথম প্রণয়। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়।

বইয়ের কিছু অংশ :

প্রথম প্রণয় : টুলটুল ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে, সুরঞ্জন উঠে এসে তার হাত ধরলো। নিজের দুখানা হাত শক্ত করে রাখলো টুলটুলের কাঁধে। টুলটুল নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো। সুরঞ্জন ব্যাকুলভাবে বললো, টুলটুল, আমাকে একটু শান্তি দেবে? আমি তোমার কাছে ভিক্ষে চাই–

কী বলছ কী তুমি? 

আমি এ পর্যন্ত কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি। 

টুলটুল পাগলাটেভাবে হেসে উঠলো। তারপর বললো, সত্যি?  কেন?

কি জানি! হয়তো তোমার জন্যই প্রতীক্ষা করেছিলাম মনে মনে। সজ্ঞানে না হলেও–

কিন্তু আমি তো তোমার জন্য বসে থাকিনি। আমি তো নিজেকে বিলিয়ে দিয়েছি। 

সুরঞ্জন কোনো উত্তর দিলো না। আকস্মিকভাবে নিজের মুখটা রাখলো টুলটুলের বুকে। টুলটুল বুঝতে পারে, সুরঞ্জনের শরীরটা একটু একটু কাঁপছে। তার সামান্য কৌতুক বোধ হয়। অত্যন্ত মায়ার সঙ্গে টুলটুল সুরঞ্জনের  চুলে হাত বুলাতে থাকে। তারপর সুরঞ্জনের মুখখানা তুলে ঠোঁটে জোর করে নিজের ঠোঁটখানা চেপে ধরে। চুম্বন শেষ করার পর দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে একদৃষ্টে। টুলটুল আস্তে আস্তে বলল, দরজাটা বন্ধ করে দাও। ছিটকিনি খোলা। 

সুরঞ্জন যেন সম্বিত ফিরে পেল। চমকে তাকালো দরজার দিকে।

বই : প্রথম প্রণয়। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়।

——————————————————————-

কবি ও নর্তকী : অরিন্দম হাত ধরে ডালিয়াকে টেনে আনলো নিজের বুকের উপর। সেই মখমলের মতন শরীরের স্পর্শে কেঁপে উঠলো তার পৃথিবী। ডালিয়ার গালে গাল ঠেকিয়ে তীব্র গলায় বলল, তুমি অসহ্য রকম সুন্দর! তোমাকে আমি ভেঙে ফেলব, নষ্ট করে ফেলব। 

পরমুহূর্তেই অরিন্দম আবার ডালিয়াকে ঠেলে সরিয়ে  দূরে সরে গেল। ডালিয়া হেসে জিজ্ঞেস করলো, কি, কারেন্ট লাগলো নাকি?

ডালিয়ার দিকে আর একবার হাত বাড়িয়েও হাতটা ফিরিয়ে নিলো অরিন্দম। হঠাৎ তার শরীর শক্ত হয়ে গেছে। চোখ দুটি খুবই অন্যমনস্ক। পিছিয়ে গেল আস্তে আস্তে। ফিসফিস করে বলল, তুমি নাচো, আমি দেখি। তোমাকে দেখতেই খুব ভালো লাগছে।

কথক নাচের ভঙ্গিতে মাটিতে পা ঠুকলো ডালিয়া! ভোজালির মতন উরু। সরু কোমরে সবটুকুই পরিদৃশ্যমান– এক ছিটে চর্বি নেই সেখানে। সোনার বাটির মতো দুটি বুক। ভেজা ভেজা ঠোঁট…

বই : কবি ও নর্তকী। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়।

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?