বই : নবীজির উওম গুণাবলি।লেখক : আহমাদ মুস্তফা কাসেম আত-তাহতাবী (review with pdf)

Post ID 111481

📕✨ বই : নবীজির উওম গুণাবলি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
📕✨ লেখক : আহমাদ মুস্তফা কাসেম আত-তাহতাবী
📕✨ অনুবাদক : মুফতী উসমান গণী
📕✨ সম্পাদক : মুফতী তারেকুজ্জামান
📕✨ প্রকাশক : মুফতী ইউনুস মাহবুব
📕✨ প্রকাশনী : রুহামা পাবলিকেশন
📕✨ প্রচ্ছদ মূল্য : ১২০/-
📕✨ পৃষ্ঠা : ১১৫
________________________________________

📎📍📎 বই রিভিউ :
👑 ‘নবীজির উওম গুণাবলি’- গ্রন্থটি শাইখ আহমাদ মুস্তফা কাসেম আত তাহতাবী কর্তৃক রচিত ‘সিফাতু রাসূলিল্লাহ’- এর সরল অনুবাদ।
💫💦💫 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব।আমাদের আইডল। আমরা তো তাঁকে ভালোবাসি, নিজেদের তাঁর উম্মত দাবি করি তাই না? কিন্তু তাঁর সম্পর্কে আমরা কতটুকু জানি? যদি আমাদের তাঁর সম্পর্কে আলোচনা করতে বলা হয়, তখন কি আমরা তাঁর সম্পর্কে অনর্গল বলে যেতে পারব? কত গল্প-উপন্যাসই তো আমরা অধ্যয়ন করি, বিশ্বের নানা প্রান্তের কত অদ্ভুদ খবরের পেছনে পড়ি! কিন্তু প্রিয় নবীজির জীবনী কিংবা তাঁর চারিএিক গুণাবলি সম্পর্কে জানার এবং তাঁর আদর্শ অনুসরণের কতটুকু আগ্রহ কাজ করে আমাদের মাঝে? শুধু ভালোবাসার দাবি করলেই কি ভালোবাসা হয়!?। ভালোবাসার জন্য তো প্রিয় মানুষটি সম্পর্কে জানার পূর্ণ আগ্রহ থাকতে হয়। এই বইটি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গুণাবলি সম্পর্কে জানতে সাহায্য করবে।
🔮 বইটি কেন পড়বেন?
📖 বইটি আপনি পড়বেন কারণ – – –
🍂 বইটি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত সম্পর্কে জানতে সাহায্য করবে।
🍂 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে দৈনন্দিন জীবন অতিবাহিত করতেন তা সম্পর্কে জানতে পারবেন।
🍂 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের বহু ঘটনা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারবেন।
🍂 নবীজি  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতিটি কথা, কাজ এর মাঝে যে কত বরকত লুকিয়ে আছে তা সম্পর্কে জানতে পারবেন।
🍂 মোটকথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনীর প্রায় বেশ কিছু গুণাবলী সম্পর্কে চমৎকার অনেক কিছুই জানতে পারবেন। 
💎👑💎 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিটি কথা, কাজ-সবই সর্বোওম। তাঁর মহান চরএের প্রশংসা করে-আল্লাহ তাআলা পবিএ কুরআনে ইরশাদ করেছেন-
“আর নিশ্চয়ই আপনি মহান চরিএের অধিকারী।“   
[সূরা কলাম:০৪]
❄️ বলার অপেক্ষা রাখে না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুণাবলি কেবল বক্ষ্যমাণ গ্রন্থে উল্লেখিত বিষয়গুলোর মাঝেই সীমাবদ্ধ নয়। তিঁনি তো বরং অসংখ্য গুণের আধার। এ গ্রন্থে কেবল হাদীসের কিতাবসমূহের আলোকে সংক্ষিপ্তভাবে তাঁর ৫০০টি গুণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
🌺💎🌹 উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাযি.-কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্বভাব-চরিএ সম্পর্কে প্রশ্ন করা হলে উওরে তিনি বলেছেন, “তাঁর স্বভাব-চরিএ ছিল কুরআনের প্রতিচ্ছবি।“ অর্থ্যাৎ তিনি তাঁর জীবনের সবকিছুই কুরআনের নির্দেশনা-মাফিক আণ্ঞ্জাম দিতেন।
তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল এবং পর্দার আড়ালের কুমারী মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল। অধিকাংশ সময়ই তিনি তাঁর চক্ষুযুগল নিচু রাখতেন। তিনি সাধারণত হালকা দৃষ্টিতে তাকাতেন। তাঁর মতো বিনয়ী কেউই ছিল না। ধনী-গরীব, স্বাধীন-পরাধীন সকলের দাওয়াতই তিনি কবুল করতেন। মানুষের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে সদয়। 
এমনকি বিড়ালের জন্য পানির পাএকে তিনি নুইয়ে দিতেন এবং তা এভাবেই রাখতেন, যতক্ষণ না বিড়াল পরিতৃপ্ত হতো।
💢🌸💢 হযরত আনাস বিন মালেক রাযি. বলেন, “আমি প্রায় দশ বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খেদমত করেছি। সফরে এবং হযরে আমি খেদমত করার জন্য তাঁর সাথে থাকতাম। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি তাঁর যতটুকু খেদমত করতাম, তিঁনি এর চেয়েও অনেক বেশি আমার খেদমত করতেন। তিনি আমাকে কখন ‘উফ’ শব্দটি পর্যন্ত বলেননি।
🕊️🦋🕊️ একবারের ঘটনা—
তিনি এক সফরে ছিলেন। সঙ্গীদেরকে তিঁনি একটি বকরি প্রস্তুত করার নির্দেশ দিলেন। তাঁদের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তা জবাই করব। আরেকজন বললেন, আমি এর চামড়া ছিলে দেবো। আরেকজন বললেন, আমি তা পাকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, পাক করার জন্য আমি লাকড়ি সংগ্রহ করে দেবো। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরাই তো কাজে আপনার পক্ষ থেকে যথেষ্ট। উওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি জানি তোমরা আমার পক্ষ থেকে যথেষ্ট, তবে আমি বিশেষ অবস্থানে থাকতে অপছন্দ করি। কেননা, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তাঁর সাথীদের মাঝে বিশেষ অবস্থানে দেখতে অপছন্দ করেন।“
এরপর তিঁনি উঠে গিয়ে লাকড়ি সংগ্রহ করে এনে দিলেন।
🖇️✴️ বইটি পড়লে আপনি নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। বইটি পকেট সাইজের হওয়ায় আপনি আপনার সঙ্গে করে যেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন।বাসে বসে, ট্রেনে বসে, অথবা অবসর যেকোন সময়ে আপনি পকেট অথবা ব্যাগ থেকে বের করে যেকোন সময়েই পড়তে পারবেন। 
🌀 বইয়ের প্রচ্ছদ মাশা’আল্লাহ খুবই চমৎকার। বইয়ের ভিতরের লাল, কালো কালারিং কম্বিনেশান বইটিকে আরো আকষর্ণীয় করে তুলেছে।
⏳⏭️ পরিশেষে,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে লিখতে গেলে যেন লিখা থামতেই চায় না।আর কেনইবা চাইবে, তিঁনি তো পৃথিবীর শ্রেষ্ঠতম বিশুদ্ধ মানব ও আমাদের সর্বশ্রেষ্ঠ নবী।
💠 তাইতো, বিশিষ্ট সাহাবী কবি হাসসান বিন সাবেত রাযি. তাঁর ব্যাপারে যথার্থই বলেছেন—
“যখন নিকষ কালো আধাঁর রাতে
কপাল তাঁর প্রকাশ পেল,
যেন প্রদীপ শিখার আগমনে
রাতের আধাঁর কেটে গেল।
হয়েছে কি কেউ,
হবে কি কখনো আহমাদ তুল্য এ ধরাতে,
আগমন তাঁর হকের তরে,
অবিশ্বাসীকে শাস্তি দিতে?”
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?