Post ID 111424
বই: ছোট্টকথন
লেখক : রাজিব হাসান
প্রকাশনী : আযান প্রকাশনী
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
সম্পাদনাঃ রাজিব হাসান
কিছু ভুল ,কিছু ঠিক, কিছু মিথ্যা, কিছু সত্য,কিছু বাস্তবতা,অবাস্তব নিয়েই ভর্তি এই পৃথিবী।কিন্তু দ্বীন ইসলাম শুধু সত্য,ঠিক,বাস্তবতা নিয়েই তৈরি।কিন্ত এসব বাস্তবতা, এতো সত্য , এতো ঠিক এর ভিড়ে কে বা থাকতে চায় সবাই নিজের সুবিধায় বাঁচতে চায়। কিন্তু যারা দ্বীনের এসব কিছুকে আকঢ়ে ধরে জীবন পার করতে চাই তারাই প্রকৃত মুমিন। আর যারা এসব কিছুকে ছোড়ে ফেলে দ্বীন কে সরিয়ে রেখে জীবন পার করছি তাদের জন্যই বইটি।
বইটিতে যা নিয়ে:
°°°°°°°°°°°°°°°°°°
বইটি সাধারণত ১০০ টি ছোট্ট ছোট্ট নসীহা নিয়ে সাজিয়েছেন লেখক।বইটি লেখকের মৌলিক লেখা।বইটিতে সাধারণত পূর্বের ফেরাউন দের তাদের অহংকার এর জন্য কি পরিনতি হয়েছে,সন্তানকে কোন পথে চলালে আল্লাহকে পাওয়া যাবে,আমদের আকিদা গত ভুল,নফস কে আয়ত্বে রাখা, দুনিয়াকে আল্লাহর নিয়ামত এ পূর্ণ করার তরিকা,নামাজ,রোজা,যাকাত, আল্লাহকে পেতে হলে কি করতে হবে,নিয়ত কেমন হতে হবে,ভালোবাসা আর ঘৃণা কার জন্য হতে হবে, আমাদের সঙ্গের প্রভাব , শয়তানের ধোকা,হেদায়েত, পড়া, সফলতা আরো নানা দ্বীন সম্বলিত ছোট্ট ছোট্ট নসিহা রয়েছে। যা সঠিক ভাবে বোঝে পালন করলে একজন প্রকৃত মুমিন মুসলিম হলে উঠা সম্বব ইন সা আল্লাহ।
পাঠক হিসেবে অনুভুতি:
“”””””””””””””””””””””””””””””””””””””
বইটি মাশা আল্লাহ অনেক উপকারী। পড়লে in shaa Allah ভাবনার ঢেউ খেলে যাবে। নবী স. ,সাহাবী র. দের কথা ছিল অল্প কিন্তু গভীরতা অনেক। অল্প কথায় অনেক কিছু প্রকাশ পেত তাদের। বইটিতে সেভাবে প্রকাশের চেষ্টা করেছেন। যাতে অল্প কোথায় অনেক
শিক্ষা একসাথে পায়।পড়তে বসে পড়া শেষ করেই উঠেছি আলহামদুলিল্লাহ্। শেষ না করে যেন উঠতেই ইচ্ছে করছিল না।সব সময় পরের নসীহা টা দেখার তীব্র ইচ্ছা জাগেছে।
মন্দ লাগার দিক গুলো:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
বইটিতে সূচি ছিল না। হয়তো ছোট্ট নসিহা হলো সুচিতেই প্রকাশ পাবে তাই।বেশি খারাপ লেগেছে ২,৩ নসিহা একাধিক বার ছিল। ভিন্ন নামে একই নসীহা ছিল।হয়তো পরবর্তী তে ১০০ টি পূর্ন করবে ঠিক করে। ১০০ টি পূর্ন ছিল না ভুলের জন্য।
পাঠকদের উদ্দেশ্যে:
•••••••••••••••••••••••
বইটি কিনুন পড়ুন।ছোট্ট একটি বই ছোট্ট নসীহা কিন্তু গভীরতা অনেক । পড়ুন জিবনে বাস্তবায়নের চেষ্টা করুন।কাজে দিবে in Shaa Allah।
গায়ের দাম:১৬০
পেইজ সংখ্যা:১০৪
রিভিউ লেখক: Anisul Islam
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?