Post ID 111440
বই : ঈমান বিধ্বংসী ভয়ংকর ফিতনা
সংযোজন ও সংকলন : Sharmin Jannat
সম্পাদনায় : আরিফ মাহমুদ
হে আমার মেয়ে! তুমি প্রথমে মুসলিম নারীদেরকে পুরুষদের সাথে খোলামেলা উঠা-বসা, চলাফেরা এবং শিক্ষাক্ষেত্রে বেপর্দা হয়ে সহ-শিক্ষায় প্রবেশ করতে নিষধ করো। সেইসাথে সহ-শিক্ষার খারাপ দিকগুলো তুলে ধরো। তুমি তাদেরকে মুখ ঢেকে রাখতে বলো। মুখ খুলে রাস্তায় চলার চেয়ে নির্জনে মুখ ঢেকে পুরুষের সাক্ষাৎ করা অধিক বিপজ্জনক, স্বামীর অনুপস্থিতে তার ঘরে স্বামীর বন্ধুর সামনে বসে গল্প করা, আপ্যায়ন করা আর পাপের দরজা খুলে দেয়া একই কথা। ভার্সিটিতে সহপাঠীর সাথে মুসাফাহা করা অন্যায়, তার সাথে অবিরাম কথা ও টেলিফোন চালিয়ে যাওয়া ক্ষতিকর, একসাথে বিদ্যালয়ে যাওয়া অনুচিত, বান্ধবীর সাথে গৃহ-শিক্ষকের রুমে একত্রিত হওয়া অপরাধ।
বিবাহ হচ্ছে প্রতিটি নারীর সর্বোচ্চ কামনা। এটিই তাদের মনের বাসনা। এটি দিয়েই তাদের মহান প্রভু তাদেরকে সৃষ্টি করেছেন। সে যদি পার্লামেন্টের সদস্যও হয়ে যায় কিংবা কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও হয়ে যায় তথাপিও তাদের মনের প্রকৃত বাসনা পূর্ণ হবে না, যতক্ষণ না একজন বউ হয়ে স্বামীর ঘরে প্রবেশ করতে পারবে।
– ঈমান বিধ্বংসী ভয়ঙ্কর ফিতনা বই থেকে সংগৃহীত
প্রকাশের সম্ভাব্য তারিখ : ৭/৫/২০২১
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?