বই : ঈমান ধ্বংসের কারণ লেখক : শাইখ আবদুল আযীয তারীফি

Post ID 111438

বই : ঈমান ধ্বংসের কারণ
লেখক : শাইখ আবদুল আযীয তারীফি
প্রচ্ছদ মূল্য : ১৯২ টাকা
প্রকাশনী : Somorpon Prokashon

ইসলামের বিশ্বাস ও চেতনা নিয়ে আজকাল সর্বমুখী ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে একজন সাধারণ মুসলিমের পক্ষে তার বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছ ও আস্থাশীল থাকা বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিজেকে মুসলিম বলে দাবী করা আমরা অনেকেই আজকাল জানি না, কোন বিশ্বাসটি আমাদের মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক। নিজেকে মুসলিম জাতিসত্তার একজন সদস্য বলে পরিচয় দিতে হলে কী কী বিশ্বাস লালন করতে হয় এবং কী কী বিশ্বাস বর্জন করতে হয়, আমাদের অধিকাংশই সে সম্পর্কে বেখবর।
.
শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রাহিমাহুল্লাহ ছিলেন গত হিজরী শতকের একজন মুজাদ্দিদ। ঈমান ভঙ্গের কারণ নিয়ে তিনি একটি পুস্তিকা রচনা করেছিলেন। পরবর্তীতে অনেক আলিম ‘নাওয়াকিদুল ইসলাম’ নামের সেই পুস্তিকাটির ব্যাখ্যা রচনা করেছেন। শাইখ আবদুল আযীয তারীফি -এর ‘আল-ই’লাম বিতাওযীহি নাওয়াকিদিল ইসলাম’ বইটি সেগুলোর অন্যতম। বাংলায় বইটি ‘ঈমান ধ্বংসের কারণ’ নামে অনূদিত হয়েছে। এই বইটি আমাদের ঈমানকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে ইন শা আল্লাহ।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?