বই: আমি ঈমান এনেছি লেখক : Hafiz Al Munadi (রিভিউ)

আমি বরাবরই আকীদাগত ইখতিলাফের বিষয়গুলোকে এড়িয়ে যাই। কারণ, ইখতিলাফ এখন ‘খিলাফ’ হয়ে যায়। ইলমী মুযাকারার বাইরে গিয়ে বিষয় যখন তর্ক-বিতর্ক পর্যন্ত পৌঁছায়, তখন নফসের প্ররোচনায় জয়ী হওয়ার তাগাদায় কুফরী বাক্য বেরিয়ে আসাও আশ্চর্যের নয়। সহজভাবেই বলি, দেখুন না! বিপরীত মতের ব্যক্তিকে কত সহজেই আমরা কাফের বলে ফেলি। অথচ সে যদি কাফের না হয়, শুধুমাত্র এই কথার কারণেই আমিই কাফের হয়ে যেতে পারি। 

বই: আমি ঈমান এনেছি PDF download  লেখক : Hafiz Al Munadi এর বই পিডিএফ ডাউনলোড PDF. Faith related bangla book pdf download

সহজ ভাষায়, আকীদার যে যে বিষয়ের ঈমান না আনলে আমি মুসলিম থাকবো না, সে বিষয়গুলোকে সরলভাবে অন্তরে ধারণ করাকেই যথেষ্ট মনে করি। এর বাইরে ‘আমার না জানলেও ক্ষতি নেই’ এমন বিষয়ের ব্যাপারে নীরব থাকাকেই পছন্দ করি। আমার মত চুপচাপ থাকা যারা পছন্দ করেন এবং মুমিন হওয়ার জন্য অতি জরুরী আকীদাগুলোকে জানতে চান, তাদের জন্য এই বইটা একদম পারফেক্ট বলে মনে হয়। কোন ঘরানা নির্দিষ্ট না করে সকলেই বইটিকে গ্রহণ করতে পারেন ইন শা আল্লাহ। 

বই: আমি ঈমান এনেছি

লেখক : Hafiz Al Munadi 

প্রকাশনী : আত-তাবসিরাহ 

বাইন্ডিং: হার্ডকভার

প্রি-অর্ডার মূল্য: ৯০/-

চলছে প্রিঅর্ডার। 

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?