(✍️ This article is collected from this book 📚
(All Credit To Go Real Hero The Author of this book 📖)
🙏 Please buy this book hardcopy from anyway.)
‘রুকইয়াহ শারইয়াহ’। রাসুল (স.) এর সুন্নাতসম্মত ইসলামি চিকিৎসা পদ্ধতি। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। ফলে কুফরি কালাম ও অন্যান্য ঈমান বিধ্বংসী বিষয়গুলো ছড়িয়ে পড়ছে সর্বত্র। মানুষ তার সর্বোত্তম সম্পদ ঈমান হারিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় মাকতাবাতুন নূর এর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ‘রুকইয়াহ শারইয়াহ’ বইটি।
বইটিতে রুকইয়াহ বিষয়ক বিস্তারিত আলোচনা রয়েছে। তাবীজ-কবজ, বদনজর, জিনকেন্দ্রিক অসুস্থতা, যাদুকেন্দ্রিক অসুস্থতা, ওয়াসওয়াসা,স্বপ্নকেন্দ্রিক জটিলতা বিষয়ক রোগসমূহের কারণ,ধরণ ও করণীয় আমলসমুহ বইটিতে স্থান পেয়েছে। এছাড়াও দৈনন্দিনের সাধারণ আমল ও রুকইয়াহর সফলতার বাস্তব কিছু ঘটনা বর্ণিত হয়েছে।
আপনি রাসুল (স.) এর সুন্নাতসম্মত চিকিৎসা নিয়ে সুস্থ জীবন অতিবাহিত করতে চান। ঈমান বিধ্বংসী কুফরি কালাম থেকে নিজে বাচতে চান ও পরিবারের সদস্যদের বাচাতে চান। সমাজিক সচেতনতা বৃদ্ধি করতে চান। তাহলে এটি আপনার জন্য এক মুফিদ কিতাব। সকল মুসলিমের জন্যই হাইলি রেকোমেন্ডেড বইটি।
বইটিতে কোন সমস্যা উল্লেখ করে প্রথমে এর বিবরণ দেওয়া হয়েছে। এরপর এর কারণ ও লক্ষন বর্ণনা করা হয়েছে। শেষে চিকিৎসা হিসাবে পঠিতব্য আয়াতসমূহ ও অন্যান্য আমলসমূহ বর্ণনা করা হয়েছে। এরকম পর্যায়ক্রমিক ও বিস্তারিত আলোচনা বইটিকে অনন্যমাত্রা দান করেছে।
কিছু জায়গায় মুদ্রনজনিত প্রমাদ পরিলক্ষিত হয়েছে। কিছু টাইপিং মিস্টেক হয়েছে। এছাড়া তেমন কিছু চোখে পড়েনি।
বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি।আলহামদুলিল্লাহ। রাসুল (স.) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছি। সমাজে প্রচলিত কিছু শিরক ও কুফরি সম্পর্কে অবগত হয়েছি। ফলে এখন এসব থেকে বেচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। আপনিও পড়ুন বইটি। উপকৃত হবেন ইনশাআল্লাহ।
“রুকইয়াহ শারইয়াহ ” -বইয়ের কিছু কথা হাদিসে বর্ণিত আছে-
عَنْ عَبْدِ العَزِيزِ، قَالَ: دَخَلْتُ أَنَا وَثَابِتٌ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَقَالَ ثَابِتٌ: يَا أَبَا حَمْزَةَ، اشْتَكَيْتُ، فَقَالَ أَنَسٌ: أَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: بَلَى، قَالَ: اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا.
আব্দুল আযিয রহ. বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ও সাবিত একবার আনাস ইবনে মালিক রা.-এর নিকট গেলাম। সাবিত বললেন, হে আবু হামযা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস রা. বললেন, আমি কি তোমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে রুকইয়াহ করেছেন তা দিয়ে রুকইয়াহ করে দিবো? তিনি বললেন, হাঁ। তখন আনাস রা. পড়লেন-
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا.
হে আল্লাহ! তুমি মানুষের রব। রোগ নিরাময়কারি। আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারি। তুমি ব্যতিত আর কেউ আরোগ্য দানকারি নেই। এমন আরোগ্য দাও যা কোন রোগ অবশিষ্ট রখে না। [সহিহুল বুখারি- ৫৭৪২]
عَنْ عَبْدِ العَزِيزِ، قَالَ: دَخَلْتُ أَنَا وَثَابِتٌ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَقَالَ ثَابِتٌ: يَا أَبَا حَمْزَةَ، اشْتَكَيْتُ، فَقَالَ أَنَسٌ: أَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: بَلَى، قَالَ: اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا.
আব্দুল আযিয রহ. বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ও সাবিত একবার আনাস ইবনে মালিক রা.-এর নিকট গেলাম। সাবিত বললেন, হে আবু হামযা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস রা. বললেন, আমি কি তোমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে রুকইয়াহ করেছেন তা দিয়ে রুকইয়াহ করে দিবো? তিনি বললেন, হাঁ। তখন আনাস রা. পড়লেন-
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا.
হে আল্লাহ! তুমি মানুষের রব। রোগ নিরাময়কারি। আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারি। তুমি ব্যতিত আর কেউ আরোগ্য দানকারি নেই। এমন আরোগ্য দাও যা কোন রোগ অবশিষ্ট রখে না। [সহিহুল বুখারি- ৫৭৪২]
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?