সমালোচনা
কিছু একটা হলেই আমরা মানুষের সমালোচনা শুরু করি, মানুষটা কি বলতে চেয়েছে সেটা না বুঝেই, তাকে মিথ্যা অপবাদ, গীবত করা শুরু করি। এভাবে মানুষের চারপাশে অনেক শত্রু তৈরি হয়ে যায়। ছোট ছোট ভাগ হতে হতে পুরো মুসলিম উম্মাহই ভেঙে টুকরো টুকরো। এতে লাভ আসলে কার, কারো না। কে ক্ষতিগ্রস্ত হয়, আমরা সকলেই। এই সমস্যা ব্যক্তি থেকে গোষ্ঠী সবার মধ্যেই আছে। শাইখ সালমান আল আওদাহ এই বিষয়ে একসময় ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে লেখালেখি করেছেন। যারা সমালোচনা করে, যারা সমালোচনার শিকার হয় সবাইকে উদ্দেশ্য করেই তিনি লিখেছেন। সেই সাথে নিজের ব্যক্তিগত জীবন থেকে অভিজ্ঞতার আলোকে দিয়েছেন নানান দিক-নির্দেশনা। নিজের চারপাশে তৈরি হয়ে যাওয়া এক ঝাঁক সমালোচক, শত্রুদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন এক একটি খোলা চিঠি। সেসব খোলা চিঠির একটি সংকলন “প্রিয় শত্রু, তোমাকে ধন্যবাদ”। পাল্টে দিতে পারে আমাদের চিন্তার জগৎ, হঠাৎ মনে হতে পারে, আরে এতদিন তো ভুল করে এসেছি, হয়তো যাদের বিরুদ্ধে শুধু শুধু অভিযোগ করে এসেছেন, তাদের জন্য মায়া তৈরি হবে, অন্তরের বিদ্বেষ ভুলে হয়তো আবার আপনারা এক হয়ে যাবেন। ইনশাআল্লাহ।
- বই : প্রিয় শত্রু, তোমাকে ধন্যবাদ
- লেখক : ড. সালমান আল আওদাহ
- অনুবাদ : আশিক আরমান নিলয়
- পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
- মুদ্রিত মূল্য : ২০০ টাকা
- সীরাত পাবলিকেশন