সাল ১০০০ খ্রিষ্টাব্দ, স্থান তামিলনাড়ু।
সামিউর ভাই সেদিন ঘোষণা দিলেন একখানা বইয়ের অনুবাদ তিনি করছেন৷ দেখা গেল তিনি একা নন, তার সাথে একজন সহঅনুবাদক আছেন: উমামা ঊর্মি।
ও আচ্ছা, এটি ১০০০ সালের মধ্যযুগীয় কোনো কাহিনি না, আসলে গত জুনের প্রথমার্ধের কাহিনি৷ তবে মধ্যযুগেরও প্রয়োজনীয় ভূমিকা আছে এ গল্পে। মাঝে দীর্ঘদিন আর কোনো আপডেট আসেনি, কিন্তু অবশেষে আমরা ঘোষণা দিতে পারছি সেই এক হাজার সালে শুরু করা বইটির৷
দুঃখিত, এক হাজার না, দুহাজার বাইশ হবে৷ তবে মধ্যযুগীয় ঘোরে পড়ে গিয়ে সে সময়ে বাস করতে শুরু করতে পারাটা স্রেফ একটা বই পড়ে ঘটাটা কিন্তু খুব চমকপ্রদ। সেজন্য আমাকে বোধহয় আপনারা ক্ষমা করতেই পারেন, বারবার ভুলখানা করবার জন্য।
আপনাদের সেই ঘোরাচ্ছন্ন সময়ের রুদ্ধশ্বাস ষড়যন্ত্র, বন্ধুত্ব, কূটনীতি, যুদ্ধের রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যেতে ঋদ্ধ প্রকাশ থেকে আসছে পৃথিবীর অন্যতম সেরা ঐতিহাসিক ফিকশন খ্যাত বই “পান্নিয়ন সেলভান”৷
ঋদ্ধ প্রকাশ শুরু থেকেই ইতিহাস, পুরাণ, মানুষ এবং সভ্যতার গল্পের দিকে খানিকটা আচ্ছন্ন৷ এসব গল্পে যেমন নিজেদেরকে আবিষ্কার করা যায়, তেমনি ইতিহাস আমাদের একরকম ব্যবহারিক জ্ঞান দান করে সবসময়৷ সে ধারাবাহিকতায়ই খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে কালকি কৃষ্ণমূর্তি লিখিত মহাকাব্যিক বই পান্নিয়ন সেলভান৷
বইটির দুর্দান্ত অনুবাদ করেছেন সুলেখক, অনুবাদক সামিউর রহমান এবং উমামা ঊর্মি৷ সম্পাদক হিসেবে আছেন ইতিহাস আশ্রিত বই দিয়ে সবার মনে স্থায়ী জায়গা করে নেয়া, দশগ্রীব, ধনুর্ধর, স্বর্ণবাজের লেখক সিদ্দিক আহমেদ৷ বলা বোধহয় বাহুল্য, দারুণ একটা ফলাফল আসতে যাচ্ছে এই দক্ষ লেখকদের হাত ধরে। পাঠক, আপনারা প্রস্তুত হোন আরেকটি মহাকাব্যিক যাত্রার জন্য৷
আমি সবসময় এ ধরনের মানসম্মত বইয়ের ক্ষেত্রে এ গেম অব থ্রোনসের তুলনা করি৷ সেখানে যেমন মধ্যযুগীয় প্রেক্ষাপটে রাজনীতি, কূটনীতি, যুদ্ধের সাথে অসাধারণ চরিত্রায়নের এক মিশেল থাকে, এখানেও তা-ই৷ শুধু ফ্যান্টাসি অংশটি বাদে৷
মজার ব্যাপার হচ্ছে আমাদের ঐতিহাসিক বই নিয়ে কাজ করা ক্রমাগত চলমান থাকবে৷ আগামী বইমেলাতেও আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক৷ আশা করি আপনারা পাশেই থাকবেন৷
কাহিনি সংক্ষেপ:
সাল ১০০০ খ্রিষ্টাব্দ, স্থান তামিলনাড়ু।
৭০০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা চোল সাম্রাজ্যের রাজা সুন্দর চোল অসুস্থ, শয্যাশায়ী। এমন সময় রাতের আকাশে এক ধূমকেতুর আবির্ভাব সকলকে উদ্বিগ্ন করে তুলল সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে। বড় রাজপুত্র আদিত্য কারিকালার, মিত্র বল্লবীর ভান্ধিয়াদেবানের হাতে করে গোপন বার্তা পাঠালেন রাজা আর রাজকন্যার কাছে। পথিমধ্যেই, প্রাসাদে ষড়যন্ত্রের আভাস পেল ভান্ধিয়াদেবান। দুর্নীতিতে নিমজ্জিত আমাত্যরা, অন্ধকারে ওত পেতে থাকা বন্ধুবেশী শত্রুরা, আর রাজসিংহাসনের দূরতম দাবীদাররা একজোট হলো।
ছোটো রাজপুত্র, জনগণের নয়নের মণি অরুণমোলিবর্মন সুদূর সিংহলে যুদ্ধরত। এহেন দুর্যোগপূর্ণ সময়ে পন্নি-পুত্র কি পারবে চোল সাম্রাজ্যকে পতনের হাত থেকে রক্ষা করতে?
প্রিয় পাঠক, আপনাকে সাদর আমন্ত্রণ তামিল সাহিত্যের সেরা ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাসের চরিত্র সমূহের সহযাত্রী হবার…
ভালোবাসা-বন্ধুত্ব-যুদ্ধ-বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের এই অমর মহাকাব্য একবার হাতে তুলে নিলে, আপনি মুগ্ধ হতে বাধ্য৷
সংযুক্ত ছবিটি প্রচ্ছদ নয়, পোস্টার। – Saleh Ahmed Mubin
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?