তাদের আয়নায় আমাদের প্রতিচ্ছবি
আল্লাহর রাসূল (সঃ) বলেছেন, দুটি চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, প্রথম হলো সেই চোখ যা আল্লাহর ভয়ে কাদে, দ্বিতীয় হলো সেই চোখ যা আল্লাহর পথে (জিহাদের ময়দানে, মুজাহিদদের নিরাপত্তায়) পাহারার নিয়োজিত থাকে।
তিরমিজী : হাদিস নং ১৬৩৯
কখনো কি আল্লাহর ভয়ে কেঁদেছেন? নিরিবিলি নির্জনে নিজের গুনাহের কথা মনে করে দু’চোখে অশ্রু ঝরিয়েছেন?
আপনি কি জানেন সাহাবীগণ (রা:) কিভাবে আল্লাহর ভয়ে গভীর রজনীতে অশ্রু ঝরাতেন?
সাহাবায়ে কেরামদের জীবনের এমন অনন্য মূহুর্তগুলো তুলে ধরা হয়েছে “তাদের আয়নায় আমাদের প্রতিচ্ছবি” বইটিতে। ইনশাআল্লাহ বইটি আপনার দিনের পথা এগিয়ে যাওয়ার সাথী হতে পারে।
বইটির প্রি অর্ডার চলছে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?