সেঞ্চুরি হাঁকালেন জনপ্রিয় লেখক Md Fuad Al Fidah প্রি অর্ডার শুরু হলো লেখকের ১০০তম বইয়ের।
বই : জাপানের পুরাণ: কামি পর্ব
মূল্য- ৪২০/-
- প্রি-অর্ডার শুরু- ০৮/০৯/২০২২
- প্রকাশকাল- ২৪/০৯/২০২২
কাহিনি সংক্ষেপ –
ইজানামি আর ইজানাগি…নাম দুটো জানা আছে তো? কিংবা আমাতেরাশু ও শুশানো-ও?
নেই, থাক না জানলেও অসুবিধে নেই কোনো। জানাবার জন্য আমরা তো আছিই!
সূর্যোদয়ের দেশ নামে অধিকতর খ্যাত জাপান, এশিয়ার হাতেগোনা কয়েকটি প্রভাবশালী দেশের মাঝে অন্যতম। স্বভাবতই, সাংস্কৃতিক দিক থেকেও তারা পিছিয়ে নেই; আর যেখানে রয়েছে সুপ্রাচীন সভ্যতা, সেখানেই রয়েছে পৌরাণিক কাহিনি!
জাপানের পুরাণ নিয়ে এদেশে খুব একটা কাজ হয়নি। বললেই চলে। অথচ দেশটির পুরাণ যেমন আকর্ষণীয় তেমনই আকৃষ্ট করার মতো। সেই ঘাটতি পূরণ করার জন্যই বিবলিওফাইলের নিবেদন এই বই…
জাপানের পুরাণ: কামি পর্ব।
বইটিতে পাঠকরা পাবেন জাপানের পুরাণ অনুসারে সৃষ্টিতত্ত্ব, জাপানি-কামিদের পরিচয়, তাদের নিয়ে প্রচলিত গল্পগাথা এবং বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী রাজবংশের ইতিবৃত্ত। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে জাপানের অধিবাসীদের উদ্ভাবনকুশলতার প্রমাণ স্বরুপ ‘ইয়োকাই অনুক্রমণিকা’!
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?