- চার খলিফার জীবন ও শাসনব্যবস্থা
- লেখক : ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল
- প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন
চার খলিফার জীবন ও শাসনব্যবস্থা’ বইটি ইসলামের ইতিহাসের সোনালি যুগের চার খলিফার জীবন ও খিলাফতকাল নিয়ে রচিত। এক খণ্ডে উঠে এসেছে আবু বকর, উমর, উসমান, আলী, রাদ্বিয়াল্লাহু আনহুম-দের পূর্ণাঙ্গ জীবনী। তাদের বিজয় অভিযান ও শাসনব্যবস্থা এবং তাদের সর্বময় শ্রেষ্ঠত্ব, মহান মর্যাদাবোধ ও উজ্জ্বল বৈশিষ্ট্যের ওপর লিখিত আন্তর্জাতিকভাবে সমাদৃত একটি সুখপাঠ্য বই।
.
এর ভাষাবোধ ও উপস্থাপনশৈলী ঝরঝরে সাবলীল ও সহজবোধ্য। বর্ণনাভঙ্গি সংক্ষিপ্ত হয়েও বিশদ ও চমকপ্রদ। সম্পূর্ণ পক্ষপাতমুক্ত বিশ্লেষণ করা হয়েছে। ঘটনার বাঁকে বাঁকে এমন কিছু বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবে, যা হয়তো আগে আপনি এভাবে ভাবেননি। এই বইয়ের সবচেয়ে সুন্দর ও নৃতাত্ত্বিক আলোকিত দিক হলো প্রায় প্রতিটি অধ্যায়ের সঙ্গে মানচিত্র সংযোজন।