ইন্টারনেট জগতের আমরা মাত্র ৪/৫% জানি। আর বাদবাকি…
হ্যা, সাধারণ মানুষ বাদবাকি ৯৫/৯৬% এর কিছুই আমরা জানি না। এই ভাগটুকুকেই বলা হয় “ডার্কওয়েব।”
গভীর জালের রহস্য
বিনোদ ঘোষাল
বিভা পাবলিকেশন (পশ্চিমবঙ্গ)
প্রথম প্রকাশ – ২০১৭
জনরা – থৃলার
বাংলাদেশে “ডার্কওয়েব” নিয়ে কোনো বই আমার চোখে পড়েনি। আর এ বইটা পশ্চিমবঙ্গের প্রথম “ডার্কওয়েব” নিয়ে লেখা বই। বলা বাহুল্য এটা অনেক ইনফর্মেটিভ থৃলার।
গল্প যেভাবে এগিয়েছে…
ইন্দ্র দেবের ছিমছাম পরিবার। স্ত্রী, ছোট্ট একটা মেয়ে আর ছোট ভাই অরণ্য। নেশা বলতে একটাই, কম্পিউটার গেমস। এই গেমের নেশা-ই একদিন টেনে নিয়ে গেলে ইন্টারনেটের এক অচেনা, অন্ধকার গলিতে। হাঠাৎ-ই নিরুদ্দেশ হলো ইন্দ্র। পুলিশের আশ্বাস বাণীতে বসে না থেকে ভাইকে খোঁজতে নামলো অরণ্য, সাথে বান্ধবী রিয়া।
সূত্র ধরে ওরা-ও পৌঁছাল ইন্টারনেটের অন্ধকারে গলিতে। চেনা জানা Google কিংবা Yahoo কখনও এসব ভূলেও পা মাড়ায় না। সূত্র ধরে পাড়ি জমাতে ভূটানে। পিছনে লাগলো খুনি। ভাইয়ের রহস্য ভেদ করার আগে বাঁচাতে হবে নিজেকে। ক্রমেই রহস্য জটিল থেকে জটিলতর হচ্ছে। শেষ পর্ষন্ত কী সব রহস্যের জট খোলবে, নাকি সে নিজেই হারিয়ে যাবে ডার্কওয়েবের নিকষ অন্ধকারে?
ভালো লাগা…
ডার্কওয়েব নিয়ে অনেক তথ্য আছে, যা একজন মানুষকে ‘এই অন্ধগলি” সম্পর্কে মুটামুটি মানের একটা ধারণা দিতে পারে। ভূটান সম্পর্কে লেখক খুব সুন্দর ধারনা দিয়েছেন। গল্পের লেখা খুব সাদামাটা ভঙ্গিতে এগিয়ে গেছে, এতে করে এতো “ডীপ এবং কঠিন” ডার্কওয়েব বেইজড বই পড়তে কোনো অসুবিধা হয়নি।
মন্দ লাগা…
বইটা সাদামাটা আগেই বলেছি, কিন্তু তাই বলে এতো সাদামাটা!! ভাবা যায় নাহ… একটা থৃলার হিসাবে এর লেখার ওজন থাকা দরকার। এটায় সেটা অনুপস্থিত।
যেন লেখক থৃলার লিখতে ডার্কওয়েব বেছে নেন নি, বরং ডার্কওয়েবকে বুঝানোর জন্য থৃলার উপন্যাস লিখেছেন।
কি আছে ডার্কওয়েবে?
এর বর্ণনায় লেখক বেশ কিছু ওয়েবসাইট এর ম্যানশন করেছেন। কি কাজ হয় তারও কথা লিখেছেন। যেমন
এখানে প্রতিনিয়ত চলে কালো টাকার লেনদেন, অবৈধ সব পণ্যের হাত বদল, কুখ্যাত নীল জগৎ, ভাড়াটে খুনির রমরমা ব্যবসা। এসব অনেকটা খোলাখুলি ভাবেই ম্যানশন করেছেন। এটা যেন গল্পের প্রয়োজনে আসেনি, যেন জানানোর এসব এসেছে!
বেশ কিছু খাপছাড়া লক্ষ করা গেছে। লেখক চাইলে আরও পলিশ করতে পারতেন বলে আমি বিশ্বাস করি
সর্বসাকুল্যে…
সব মিলিয়ে একবার হলেও পড়ার মতো একটা বই। কারণ অনেক তথ্য আছে। তবে খেয়াল রাখা দরকার-
লেখক ডার্কওয়েবকে বোস্ট করেননি। তাই এসব ডার্কসাইট থেকে দূরে থাকা দরকার নিজের ভালোর জন্য।
আর আসলেই ভালো করে না জানলে, ডার্কওয়েব খুব ভয়ংকর জায়গা। Download Govir Jaler Rohossho PDF