ওমর লেখকঃ রফিক হারিরি book review

বইয়ের নামঃ ওমর
লেখকঃ রফিক হারিরি
প্রকাশকঃ ঐতিহ্য
মোট পৃষ্ঠাঃ২৮৭
মুল্যঃ৪০০/-
কাহীনি সংক্ষেপঃ
হযরত আবু বকর রাঃ এর খেলাফতের শেষ সময় থেকে এই উপন্যাসের ঘটনা প্রবাহ শুরু হয়েছে । মুলত হযরত ওমর রাঃ এর খলিফা হওয়া এবং পরবর্তীতে তার খেলাফতের সময়ের নানা ঘটনা বিছিন্ন ভাবে এই উপন্যাসে উঠে এসেছে । তাই বলা যায় উপন্যাসের মুল নায়ক ইসলামের দ্বীতিয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্ত্বাব।উপন্যাসের শুরুতে আমরা ওমর কে রোমান সম্রাটের গুপ্তঘাতকের সাথে কথোপকথন রত এক রাগী কৃষক হিসাবে দেখতে পাই । এর পরবর্তীতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমরা ওমর রাঃ আমরা দেখতে পাই একজন আনুগত্যশীল সাহাবী, অত্যন্ত নরম দিলের মানুষ,দায়িত্বশীল পিতা,কর্তব্য পরায়ন স্বামী, দক্ষ প্রশাসক ও তাকওয়াবান খলিফা হিসাবে।
শুরুতেই বলা হয়েছে উপন্যাসের কোন কেন্দ্রীয় কোন গল্প নেই ।কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে । আরো রয়েছে কিছু পার্শ্ব চরিত্র যা ঐতিহাসিক ভাবে গুরত্বপুর্ণ।যেমন-
১।ওমরের খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি এবং প্রখ্যাত সাহাবী হযরত তালহার দ্বীমত।ওমরের সময় থেকে খলিফাকে আমীরুল মুমিনিন ডাকার প্রচলন ।
২।মহাবীর হযরত খালিদ বিন ওয়য়ালিদের নেতৃত্ব গ্রহন তার দুঃসাহসিক যুদ্ধ কৌশল এবং ওমর কর্তৃক নেতৃত্ব থেকে অপসারন।
৩। ওমরের সম্রাজ্য বিস্তার,প্রশাসনিক ব্যাবস্থা, বাজার নিয়ন্ত্রন,দুর্ভিক্ষ মোকাবেলা,বায়তুলমালের সুষম বন্টন ব্যাবস্থা।
৪। প্রেম ছাড়া কোন উপন্যাস জমে না । কিন্তু কেন্দ্রীয় চরিত্র ওমর হওয়াই তাকে দিয়ে প্রেম করানো ও সম্ভব না । তাই এখানে বইয়ের অর্ধেকের ও পরে গিয়ে আমরা প্রেমের চরিত্র হিসাবে পায় কবি আবুল হারেস ওয়রফে ইমরুল হারেসকে । অবশ্য যে নিজের কবিতা না বলে অন্যের কবিতা বেশি আওড়াত। যার জন্য আরবী সাহিত্যের আরেক প্রখ্যাত কবি হুতাইয়া তাকে ভন্ড কবি সম্মোধন করতে ও দেখা যায়। প্রেমিকা হিসাবে দেখা যায় সুন্দরী উনায়যাকে।
৫।প্রেমের পথে বাধা হয়ে দাড়ায় উনায়যার বাবার গোত্র আভিজাত্য। তাই উপন্যাসের শেষে এসে মুল নায়ক হযরত উমরের হাত ধরেই তাদের প্রেম সফল পরিণতি লাভ করে।
উপন্যাসটিতে খলিফা ওমরের পুরোজীবন আসেনি । উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা যায় “প্রথম অংশ সমাপ্ত” । তাতে আশা রাখা যায় পরবর্তী খন্ডে আমরা পুরো জীবনি পাব।
পাঠপ্রতিক্রিয়াঃ যদিও উপন্যাসের একক কোন গল্প নেই তার পরও ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরত্ব পুর্ণ খলিফা হযরত উমরের জীবনের বিভিন্ন ঘটনা অনবদ্য গল্পে গল্পে যেভাবে উঠে এসেছে তাতে নিসঃন্দেহে লেখক তার অসাধারন নৈপুন্য দেখিয়েছেন । 
এতে অত্যন্ত চমৎকার ভাবে উঠে এসেছে ততকালীন আরবের সমাজ , সংস্কৃতি ও জীবন শৈলী।“ওমর” উপন্যাস হলেও ইতিহাস বর্ণনায় লেখক ছিলেন শতভাগ সৎ যা ইসলামের ইতিহাসের পাঠক মাত্রই অনুধাবন করতে পারবেন ।বইটিতে গল্পে গল্পে যেভাবে ঘটনা গুলো বর্ণনা হয়েছে তাতে পড়তে গেলে পাঠকের ক্লান্তি আসবে না এতটুকু বলা যায় ,তবে উপন্যাস হিসাবে কতটুকু সফল তার বিচার সাহিত্য সমালোচকরাই ভাল করতে পারবেন 
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?