বই পরিচিতি:
- ইলমুল মাক্বা-সিদ আশ-শারঈয়্যাহ বা ইসলামী শরীয়তের বিধিমালার মর্মকথা।
- লেখক: শাইখ ড. নুরউদ্দীন বিন মুখতার আল-খাদেমী
- অনুবাদক: হাফেয সাব্বির রায়হান তাহসীন
- অনুবাদ সম্পাদনা: পরিষদ কর্তৃক সম্পাদিত
- পৃষ্ঠা সংখ্যা: ১৯২ (সম্ভাব্য)
- মুদ্রিত মূল্য: ২৬০ টাকা
আচ্ছা, ইসলাম ধর্মে কেন নামায নিয়ম করে প্রতিদিন পড়তে হবে? এতে মানুষের কি-ই-বা কল্যাণ ও উপকার আছে? আবার অযু করার উপকারিতাই বা কী?
এদিকে সারাদিন না খেয়ে রোযা রাখতে হয়। এই রোযা রাখার ক্ষেত্রে মানুষের উপকার কী? কেন না খেয়ে থাকবে সবাই?
নিজের টাকা ব্যয় করে হজে যেতে হয়। সেখানে নির্দিষ্ট ইবাদাতে কষ্ট সইতে হয়। কেন এমন কাজ করতে হবে একজন মুসলিমকে?
হ্যাঁ, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খেয়ে জিলাপির প্যাচ লেগে যায়। এসবের উত্তর পাওয়াও হয় কঠিন ব্যাপার। বিভিন্ন শ্রেণির মুসলিম রয়েছে আমাদের সমাজে। ইসলামের বিভিন্ন বিধান নিয়ে এভাবেই প্রশ্ন জাগে অনেকের মনে। এমনকি এসব প্রশ্নের সদুত্তর না পাওয়ায় শয়তান আরও নিকটবর্তী হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি আবোলতাবোল ভাবতে ভাবতে নাস্তিকতার দিকে আকৃষ্ট হয়। নাঊযুবিল্লাহ।
আশাকরি, সাধারণ জনসাধারণের কিছু প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে এই অনূদিত বইটি ইন শা আল্লাহ।
ইসলামী শরীয়তের বিধিমালা নিয়ে বাংলা ভাষায় অনূদিত ব্যতিক্রম একটি বই হতে যাচ্ছে ইন শা আল্লাহ। এই বিষয় নিয়ে আরবী ভাষায় অসংখ্য আলেমে দ্বীন বই লিখেছেন কিন্তু বাংলা ভাষায় লিখিত বই একেবারেই কম। আর যদি বলা হয় বিশুদ্ধ আক্বীদাহ ভিত্তিক প্রকাশনা থেকে কোনো বই আছে কিনা? তবে দুঃখজনক হলেও সত্য যে, লিখিত ও অনূদিত বই নেই বললেই চলে।
ইসলামী শরীয়তের বিধিমালা নিয়ে বাংলা ভাষায় অনূদিত ব্যতিক্রম একটি বই হতে যাচ্ছে ইন শা আল্লাহ। এই বিষয় নিয়ে আরবী ভাষায় অসংখ্য আলেমে দ্বীন বই লিখেছেন কিন্তু বাংলা ভাষায় লিখিত বই একেবারেই কম। আর যদি বলা হয় বিশুদ্ধ আক্বীদাহ ভিত্তিক প্রকাশনা থেকে কোনো বই আছে কিনা? তবে দুঃখজনক হলেও সত্য যে, লিখিত ও অনূদিত বই নেই বললেই চলে।
প্রকাশিত হবে সেপ্টেম্বর ২০২২ এ। অচিরেই প্রি-অর্ডার ঘোষণা আসবে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?