আমি কে? এই পৃথিবীতে আমি কীভাবে এলাম?আমার এই জীবনটির কোনো লক্ষ্য আছে, নাকি জলের বুদ্বুদের মতো একদিন হারিয়ে যাব এই মায়াময় জগত থেকে? যদি এ জীবনের কোনো লক্ষ্য থাকে তাহলে সেটাইবা কি?
এ জীবন কিভাবে চালনা করব? কীভাবে আমার জীবনকে করব আরও সমৃদ্ধ ? জীবনকে করব গতিশীল? মানব মনের এমনসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের ‘হে গাফেল সতর্ক হও’ বইটির সংকলন। যার পরতে পরতে রয়েছে জীবনকে সচেতন করার বিপুল খোরাক। যা মনের ভিতর এঁকে দিবে ইহকাল ও পরকালের এক ঝকঝকে ছবি। যাকে সামনে রেখে জীবন চলা হবে খুব সহজ।
বই পাঠের পর জীবনের প্রতিটি মুর্হূত হবে নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ। জীবন হবে অর্থবহ। গাফিলতি ছেড়ে শুরু হবে এক অবিরাম পথ চলা। যে পথের শেষে আছে আত্মার পরিশুদ্ধি, রবের সন্তুষ্টি এবং অনিন্দ্য সুন্দর এক জান্নাত।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?