বুক রিভিউঃ-
বইঃ- হার না মানা অন্ধকার
লেখকঃ- বাপ্পী খান
প্রচ্ছদঃ- রাজু
জনরাঃ- হরর
প্রকাশনীঃ- বাতিঘর প্রকাশনী
প্রথম প্রকাশঃ- ফেব্রুয়ারি, ২০১৯
মুল্যঃ- ১৫০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ১০৯
ব্যক্তিগত মতামতঃ-
পড়েছি লেখক বাপ্পী খান এর লেখা বই ❝হার না মানা অন্ধকার❞। এটি অন্ধকার ট্রিলজির প্রথম বই। এর আগে লেখকের তিনটি বই পড়া হয়েছে(হিমঘুম, বিসর্জনের দ্বিতীয় সত্তা, ক্ষ্যাপা), কিন্তু এই সিরিজটি পড়া হয়নি। সেই থেকেই পড়ার ইচ্ছে ছিলো এবং সিরিজের প্রথম বই পড়া হলে। বইটিতে লেখক বিভিন্ন গল্পকে একটি চরিত্রের মধ্য দিয়ে বলেছেন। পড়তে গিয়ে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি গল্পের চরিত্রায়ন পরিপার্শিক ব্যাখ্যা চমৎকার ছিলো। পড়ার সময় লেখায় বেশ ন্যাচারাল একটা ভাব লক্ষ করা যায়। গল্পে অযথা ব্যাখ্যা বা এক কথা বার বার বলার মতো কোন কিছু চোখে পড়েনি, একটানা পড়ে যাওয়ার মতো বই। বইটি পড়ে সিরিজের বাকি দুটি বইও পড়ার ইচ্ছে ভালো ভাবেই জেগেছে, আশাকরি খুব শীগ্রই পড়বো। যারা হরর গল্প পড়তে পছন্দ করেন তারা পড়ে দেখতে পারেন। আশাকরি ভালো লাগবে। 🥰
Leave a comment