October 4, 2023

স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা : মাহমুদ বিন নূর

  • বই : স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা
  • লেখক : মাহমুদ বিন নূর
  • প্রকাশনী :রাইয়ান প্রকাশন
||স্বপ্ন এক হলেও তার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন||
একই স্বপ্ন—সুস্থ মানুষ ও রুগ্ন মানুষের ক্ষেত্রে ব্যাখ্যার দিক দিয়ে ভিন্নতা দেখা দেয়। অর্থাৎ, একই স্বপ্ন সুস্থ ব্যক্তির জন্য এক ব্যাখ্যা প্রদান করে, আবার রুগ্ন ব্যক্তির জন্য অন্য ব্যাখ্যা প্রদান করে।
এছাড়া, একজন মুক্ত স্বাধীন ব্যক্তি ও একজন কারাবন্দি ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যাও একই রকম হয় না। যদিও স্বপ্ন এক, তবুও। তার কারণ হচ্ছে, ব্যাখ্যার ক্ষেত্রে যেমনিভাবে স্বপ্নদ্রষ্টা স্বপ্নের দিকে লক্ষ্য রাখা হয়, তদ্রুপ স্বপ্নদ্রষ্টার অবস্থার দিকেও লক্ষ্য রাখা হয়। আবার সে স্বপ্নের বিবরণের দিকেও লক্ষ্য রাখা হয়। কেননা, একই বস্তু ব্যক্তিবিশেষ স্বপ্নের মধ্যে বিভিন্ন অবস্থায় হাজির হয়। যেমন: “ক” নামক ব্যক্তি স্বপ্নে একটি রশি দেখলো, আবার “খ” নামক ব্যক্তিও স্বপ্নে একটি রশি দেখলো। তবে, “ক” নামক ব্যক্তি যেই রশি দেখলো, তা খুবই মজবুত এবং শক্ত, যা ছেঁড়া যাচ্ছে না। অপরদিকে, “খ” নামক ব্যক্তি যেই রশি দেখলো, তা খুবই দুর্বল এবং নরম, যা অল্পতেই ছিঁড়ে যাচ্ছে। এবার বলুন, উভয়ের স্বপ্নের ব্যাখ্যা কি এক হবে? না, দুটো স্বপ্নের ব্যাখ্যা বরাবর হবে না। উভয়টার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। সুতরাং, কেবল স্বপ্নে দেখা বস্তুর দিকে খেয়াল করেই ব্যাখ্যা দিলে তা সঠিক হবে না; বরং স্বপ্নদ্রষ্টার অবস্থা ও তার স্বপ্নের বিবরণের দিকে খেয়াল রেখে ব্যাখ্যা দিতে হবে।

Sean Publication

View all posts by Sean Publication →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *