সোভিয়েত ইউনিয়ন পত্রিকার ছোটোদের পাতার সংগ্রহ (৬০ টি বই থেকে) : কমিকস
লেখক : বিবিধ
অনুবাদ : বিবিধ (অনুল্লিখিত)
প্রকাশনা : সোভিয়েত ইউনিয়ন পত্রিকা
৬-৭ বছর ব্যপী ৬০ টি পত্রিকার প্রতিটির মাঝের দুই পৃষ্ঠার সংগ্রহ
পৃষ্ঠা সংখ্যা : ১২০
আয়তন : ৩৮২ মেবা (raw scan) / 48.7 mb (LQ ডাউনলোড)
প্রকাশকাল : বিবিধ (৬-৭ বছর ব্যপী)
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : ফরিদ আক্তার পরাগ
স্ক্যান করেছেন : ফরিদ আক্তার পরাগ
প্রসেস করেছেন (raw scan file) : নির্জন সেন
এই বইটির বিষয়ে কিছু বলা প্রয়োজন। এরকম কোনো বই সোভিয়েত ইউনিয়ন থেকে কোনোদিন প্রকাশিত হয়নি। অথচ গত দীর্ঘ ছয় বছর আমরা এই ব্লগের উপস্থাপকেরা অপেক্ষা করেছি, উদগ্রীব থেকেছি যে, কবে এই বইটা আমরা সমস্ত ব্লগবন্ধুদের সাথে ভাগ করে নিতে পারব। আমাদের ব্লগে আত্মীয় হিসেবে ২০১৩ সালের শেষে ফরিদ আক্তার পরাগ যোগ দিলেন, আমাদের আমন্ত্রণ জানালেন বাংলাদেশে ঘুরতে যেতে। পরের বছর শীতে সপরিবারে রাজশাহী গিয়ে তাঁর বাসায় প্রথম এই বইটি দেখার সুযোগ হয় আমার। ছবি ও লেখায় মিশে প্রায় কমিকসের মতো এই রকম পাতা সোভিয়েত নারী আর সোভিয়েত ইউনিয়ন পত্রিকার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ছোটোদের কাছে। সোভিয়েত ইউনিয়ন পত্রিকার থেকে পাতাগুলি আলাদা করে সাজিয়ে বই বানিয়ে রেখেছিলেন তিনি। সেই মুহূর্তে সময়াভাবে এবং বড় স্ক্যানারের অভাবে স্ক্যান সম্ভব হয়নি। পরে নানাসময়ে বইটি ভারতে পাঠানোর কথা ভাবা হয়, কিন্তু হারিয়ে যাওয়া বা সীমান্তে গোলমালে পড়ে খোয়া যাওয়ার সম্ভাবনা এড়িয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পৃথিবীতে এমন বই যে কেবল একটিই। শেষে ছোটো স্ক্যানারেই প্রতি পাতা দুবার করে স্ক্যান করে এই কাজ তিনি শেষ করলেন এই আগস্ট মাসে।
এর পাতাগুলি স্ক্যান করে ফরিদ আক্তার পরাগ বাংলাদেশের রাজশাহী থেকে ৪.১ জিবি raw scan পাঠিয়েছেন। তার আবেগটুকুও ধরা রইল এখানেই –
প্রত্যেক বাবা-মা তাদের সন্তানদের জন্য কিছু সংগ্রহ করে রেখে যান, অর্থ দিয়ে যার মূল্যায়ন করা যায় না। ঊনিশশো সত্তর থেকে ঊনিশশো আশির দশক পর্যন্ত বাংলাদেশে অনেক সোভিয়েত বই ও পত্রিকা আসতো। এমনি একটা পত্রিকা ছিলো ‘সোভিয়েত ইউনিয়ন’, যা প্রতি মাসে একটি করে প্রকাশিত হতো। তার ভিতরে থাকতো শিশুদের জন্য দুটি করে পৃষ্ঠা। সেই গল্পগুলি পড়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। তারপর অনেক বছর পেরিয়ে গেছে। পত্রিকাগুলির অবস্থাও জীর্ণশীর্ণ হয়ে গেছে।
(অরুণ সোম সন্দীপন গাঙ্গুলীকে কথা প্রসঙ্গে জানিয়েছেন এই অনুবাদগুলির বেশিটাই ননী ভৌমিকের করা। শেষের দিকে কিছু অনুবাদ তিনি নিজেও করেছেন। এখানে পিডিএফ এ বা ফাইল-বই-তে কমিকসের অন্তর্ভুক্তি কালানুক্রম মেনে করা হয়েছে বলে জানা নেই। কেটে নেওয়া পাতা থেকে সেসব জানার আর কোনো উপায়ও নেই।)
বিনামূল্যে ডাউনলোড করুন অন-স্ক্রীন পাঠযোগ্য কম সাইজের সম্পূর্ণ বইটির PDF (48.7 MB)
শীঘ্রই প্রিন্ট-রেডি হাই কোয়ালিটি কপি ডাউনলোডের জন্য দেওয়া হবে, ততদিন এটাই পড়ে ফেলুন।
“টু-পেজ আপ ভিউ” তে পড়বেন যাতে দুটো পাতা পাশাপাশি থাকে। “শো কভার পেজ ইন টু পেজ ভিউ” তে যেন টিক দেওয়া থাকে।