হজরত আলি ইবনু আবি তালিব রা.-কে জিজ্ঞেস করা হলো, রাসুল ﷺ-এর সাথে আপনাদের ভালোবাসা কেমন ছিল? তিনি বললেন, ‘আল্লাহর কসম, তিনি আমাদের কাছে আমাদের সন্তান, সম্পদ, মা, বাবা; এমনকি তৃষ্ণার সময় শীতল পানির চেয়েও আরও বেশি প্রিয় ছিলেন।’
রাসুল ﷺ-এর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম নবিজি ﷺ-এর প্রতি যে ভালোবাসা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে তা কেবল বিস্ময়করই নয়; নজিরবিহীনও বটে। তাঁর একটু সান্নিধ্য-পরশ পাওয়ার জন্য যাঁরা সর্বদা অধীর আগ্রহী ও ব্যাকুল হয়ে থাকতেন, তাঁর ইশারায় যাঁরা মুহূর্তেই প্রিয় প্রাণ উৎসর্গে সর্বদা প্রস্তুত থাকতেন, সেই নবিপ্রেমিকদের জীবনে নবিজির মৃত্যু যে কতটা অসহনীয় মুসিবত ছিল, কলমের কালি আর শিল্পীর রঙতুলিতে তা ব্যক্ত ও চিত্রিত করা অসম্ভব। হাজারও বছর পর আমাদের কাছে আসা ইতিহাসে এর যৎসামান্য বিবরণ পাওয়া যায়।
সালাফদের হৃদয়ে রাসুলপ্রেম’ বই থেক চয়িত
( ইসলামি বইমেলা উপলক্ষে সাবিল পাবলিকেশন থেকে প্রকাশিতব্য )
লিখেছেন : উস্তাজ Ainul Haque Qasimi(হাফিজাহুল্লাহ)