- বই : সাইক্লোন
- লেখক : মোহাম্মদ জাফর ইকবাল
- গুডরিডস রেটিং : ৩.৫৯/৫
- পার্সোনাল রেটিং : ৫/৫
বইটা আগেও একবার পড়া হয়েছিলো। আবার পড়লাম!
অনেক সুন্দর একটি কিশোর উপন্যাস♥️! এখানে ফুটে উঠেছে ভাই বোনের মধ্যকার মধুর সম্পর্ক যা অতি প্রতিকূলতার মধ্য দিয়েও টিকে থাকে।
সমুদ্র পাড়ে বাস করে বিজলী নামের এক মেয়ে। তার ছোট ভাই খোকন, তার একমাত্র ভালোবাসার মানুষ। একজন আরেকজন কে ছাড়া এক মহূর্ত থাকতে পারতো না। সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এ সব কিছু লন্ড ভন্ড হয়ে যায়। সবাইকে হারিয়ে সে শুধু তার ছোট ভাই খোকন কে নিয়ে বেঁচে যায়। সেখান থেকে উদ্ধার হওয়ার পর তাদের একটি শেল্টার এ রাখা হয়। কী হয় এরপর? তারা কি সেরকম সুযোগ সুবিধা পায়? এই সাইক্লোন এর কারণে তাদের অনেক কষ্ট ভোগ করতে হয়। তাদের জীবনে অনেক পরিবর্তন নেমে আসে। বিশেষ করে বিজলী কে খুব সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছিলো। তার ভাই কে পাওয়ার জন্য আশা নিয়ে সে সব মোকাবেলা করে। সাইক্লোনের শেষ আঘাত পর্যন্ত ও বিজলী তার ভাই খোকন কে আগলে রেখেছিলো কিন্তু শেষ পর্যন্ত কী হয়?
ভাইবোন কে নিয়ে এই অসাধারণ উপন্যাস টা আমার খুব ভালো লেগেছে! বরাবর ই মোহাম্মদ জাফর ইকবাল স্যার এর লেখা কিশোর উপন্যাস আমাকে মুগ্ধ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি!