তাদের মনের ভেতর খটকা তৈরী হয় যদি ভুল করা দূর্বল বুদ্ধিমত্তার প্রকাশ হয় তাহলে ভুলকে শোধরানোর কি পয়েন্ট থাকে? এছাড়াও এইসব শিশুদের মাঝে ব্যর্থতা সামলানোর ব্যাপারে অদক্ষতা লক্ষ্য করা যায়। এছাড়াও ভালো গ্রেডের জন্য যাদের প্রশংসা করা হয় তাদের অনেকের মধ্যে শেখার সুযোগ এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় যদি সেটা তাদের ভালো রেজাল্ট ধরে রাখার ব্যাপারটিকে ঝুঁকিতে ফেলে। অপরদিকে শিশুদের প্রচেষ্টা এবং কাজ সম্পাদনের প্রসেসের জন্য প্রশংসা করা হলে সেটি শিশুদের প্রাণবন্ত ও অধ্যবসায়ী করে তোলে। তাই শিশুদের এমন কিছু নিয়ে সবসময় প্রশংসা করুন যেটা তাদের নিয়ন্ত্রণে আছে। যেমন তাদের পরিশ্রম, প্রচেষ্টা, কাজ সম্পাদন করার জন্য তাদের ব্যবহৃত স্ট্র্যাটেজি, ধৈর্য্য ধরে লেগে থাকা এই বিষয়গুলো।
শিশুদের প্রশংসা করার ৭টি সঠিক উপায়

Leave a comment