বুক_রিভিউ
শিকদার_সাহেবের_দিনলিপি
লেখকঃ মৌরি মরিয়ম
আমি ভাবতাম, মনের কথাগুলোকে লিখে রাখলে হয়তো মনের থেকে চাপ কমে আসে… আর এই উপন্যাসে ও ঠিক সেই ধারণার প্রতিফলন দেখে মনে মনে খুব খুশি হয়েছিলাম। ‘শিকদার সাহেবের দিনলিপি’ মূলত রাফসান শিকদার(রাফি) সাহেবের দিনলিপি…. এখানে তার জীবনের প্রথম প্রেম ‘মীরা’ কে নিয়ে বেশ অনেক কথায় লিখে রেখেছেন। তাদের প্রেমের ইতি এবং তার কারণ, সবই…. প্রেমে প্রতারণার শিকার হওয়ার পর তার মানসিক পরিস্থিতি ও এখানে বিশেষভাবে লক্ষণীয়। হয়তো এই ডায়েরি না থাকলে রাফির জীবনটা এক অন্যমাত্রায় ও পৌঁছে যেত, কে জানে!
শুরু থেকে শেষ অব্দি বেশ চমৎকার লেগেছে বইটা, পড়তে এতটুকুও ক্লান্তি কাজ করেনি, বরং একটার পর একটা দিনলিপি যেন চোখের সামনে ভেসে উঠেছে।
এ যাবৎকালে, যতগুলো উপন্যাসই পড়ার সুযোগ হয়েছে তার বেশিরভাগই ক্ল্যাসিকাল ধাঁচের। নতুন লেখকদের মধ্যে হাতেগোনা কয়েকজনের ৬/৭ টা বই পড়তে পেরেছি। বইবৃক্ষের সাথে আমার পরিচিতি কয়েকদিনের, এখনো মাস ও গড়ায়নি। আশা করি, অনেক ভালোই চলবে এই নতুন যাত্রা। ফলশ্রুতিতে, অনেক নতুন বই ও পড়ার সুযোগ পাবো।
এগিয়ে যাক বইবৃক্ষ, তার পরিচিতি দিগ্বিদিক ছড়িয়ে পড়ুক আপন মহীমায়….
বইবৃক্ষ_ঢাকা_বিশ্ববিদ্যালয়_টিম
সাবরিনা ইসলাম শেফা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ১ম বর্ষ
Leave a comment