‘শিকড়ের সন্ধানে’ বইটি কেন পড়বেন?
এই বইতে পবিত্র কুরআনে বিবৃত বনি ইসরাইলের ঘটনাগুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। ফলে সহজেই বোঝা যাবে, একটি উম্মাহ থেকে কীভাবে ইহুদি, খিষ্টান ও মুসলিম—এই তিন জাতির উদ্ভব হয়েছে।
.
ইহুদিরা কীভাবে অহংকার, দাম্ভিকতা, গোমরাহির কারণে মর্যাদাপূর্ন একটি জাতি থেকে অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছেন এবং খিষ্টানরা কীভাবে অতিভক্তি, অন্ধবিশ্বাসের কারণে পথভ্রষ্ট হয়েছেন—তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন লেখিকা।
.
বইটি শিকড়ের সন্ধানে নিয়োজিত হওয়ার একটি বিনম্র প্রচেষ্টা। ইহুদি বা খিষ্টানদের সাথে আমাদের ধর্মীয় বিশ্বাস ও জীবনাচারের পার্থক্যটা কোথায়—এ সব আবিষ্কারের এক অভূতপূর্ব যাত্রা। তবে এটি শুধু বই নয়, বরং কুরআনুল কারিমের ঘটনাগুলোর একটি নির্মোহ বিশ্লেষণ।
.
আল্লাহ লেখিকা কে উওম প্রতিদান দিক, আমিন।
পারসোনাল রেটিং : ১০/১০
.
লিখেছেন প্রিয় পাঠক মুহাম্মাদ রবিউল।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?