Title যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই
Author নির্মলেন্দু গুণ
Publisher কিংবদন্তী পাবলিকেশন
Quality হার্ডকভার
ISBN 9789849510024
Edition 2nd Published, 2020
Country বাংলাদেশ
Language বাংলা
রিভিউদাতাঃ এম.এ.রানা
বইয়ের উৎসর্গঃ
মুহম্মদ নূরুল হুদা ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। দুই কবি সহোদর।
বই থেকেঃ
❝যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই’ বইটি মোট ৪০টি কবিতা দিয়ে সাজানো। বইটিতে রয়েছে এমন কিছু কবিতা যা পাঠকের হৃদয় ছুয়ে যাবে।কবি যখন তার কবিতার বুকের পাঁজর খুলে দাঁড়ায় তখন আমাদের মত পাঠকেরা অনুভূতির দরজা খুলে দাঁড়ায়। যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই বইটির ভেতর রয়েছে এমনি কিছু কবিতা যা পাঠক কে মুগ্ধ করবেই❞
বই থেকে সেরা কিছু কবিতা নিচে দেওয়া হলোঃ
❝আমি বলছিনা ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেয়ার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।❞
❝বুকে আমার আগুন জ্বলে
দাউদাউ দাবানল।
যখন আমি বুকের পাঁজর
খুলে দাঁড়াই,
অথবা যেই পাঁজর খোলা
টকটকে লাল চুল্লিটাতে
হৃদয় বাড়াই;
তোমরা তখন জ্বলন্ত লাল
কয়লাগুলোর কাছে যেতে
ভয় কেন পাও?❞
❝একটু বড় অওনের পরে বুঝি, বাদশা মিঞা অওনের চাইতে
আপনাগো বাড়ির পালা কুত্তা অওনও অনেক ভালা আছিল।
বুঝি, এ যুগের বুদ্ধির জোরে আপনেরা ঠিকই এই দাসবংশ জিইয়ে রেখেছেন।❞
বই নিয়ে কিছু কথাঃ
❝যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই’ বইটি পাঠক যখন হাতে নিবে এবং প্রচ্ছদ দেখবে তখন প্রাথমিক ভাবে গভীর এক ভাবনার জগতে ডুব দিতে সে বাধ্য!বইটির বাইন্ডিং,পৃষ্ঠা খুব ভালো হয়েছে।’যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই” বইটির কবিতা গুলো পাঠ করার পর পাঠককে মানতে হবে, কবি তাঁর কবিতা দিয়ে পাঠক আকড়ে রাখার অসামান্য ক্ষমতা রাখেন।কবিতা গুলোতে স্থান পেয়েছে দর্শন,প্রেম,এবং পোকামাকড় সাদৃশ্য কিছু মেধাহীন কৃমিকীট মানুষের কথা।❞
আমি দিতে পারি নারীর মুক্তি
আমার কাছে নারীর মুক্তিমন্ত্র ।
আমি দিতে পারি, কিন্তু দেবো না ।
মুক্তিদাতার সঙ্গে নারীর চুক্তিপত্র
সই হবে না, অথচ সে মুক্তি পাবে;
তা হবে না, তা হবে না
আমার সঙ্গে চুক্তি করো,
আমার কাছে আছে নারীর মুক্তিমন্ত্র।
প্রয়োজনে তোমার জন্যে যুদ্ধে যাবো,
শুধু এই কাবিন টাতে সই করে দাও।
বই: যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই
লেখক: নির্মলেন্দু গুণ
বইটি পাওয়া যাচ্ছে কিংবদন্তী পাবলিকেশন অথবা বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), পাঠক সমাবেশ, রকমারি ডট কম সহ সকল অনলাইন বুকশপ এবং লাইব্রেরীতে।
কবি পরিচিতিঃ
❝কবি নির্মলেন্দু গুণ ২১শে জুন ১৯৪৫,নেত্রকোনা’র বারহাট্টা উপজেলায় জন্মগ্রহণ করেন।শিক্ষা;- বিএ (১৯৬৯)।প্রথম কাব্যগ্রন্থ – প্রেমাংশুর মৃত্যু চাই(১৯৭০)।এছাড়া ভ্রমণ,আত্মজীবনী, ও অসংখ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।❞
ব্যাক্তিগত রেটিংঃ ০৪/০৫
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?