রিভিউ’ উধাও : লেখক শরীফুল হাসান | Udhaw By Shoriful Hasan

নাম: উধাও 
লেখক: শরীফুল হাসান 
জনরা: অতিপ্রাকৃতিক 
বইঘর মূল্য: ৫০/- (ইবুক)
পৃথিবীতে কতকিছুই তো ঘটে… 
              ঘটনাগুলোর ঘটার পিছের কারণ কি সবসময় জানা সম্ভব হয়? 
কিছু এমন ঘটনাও তো ঘটে যার যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না… 
                               আজও প্রতিদিনকার মতো বাবার জন্য বারান্দায় অপেক্ষা করে সোমলতা। বাবাকে দুর থেকে আসতে দেখে রুমে চলে যায়। কিন্তু খটকা লাগে কিছু একটা অসংগতি আছে! ফিরে যেয়ে দেখে লম্বা মতো কালো ছায়া আলোকবাবুকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে…
আহমেদ করিমের কাছে এসেছে আলোকবাবু, সোমলতার সমস্যা নিয়ে। সোমলতার মতে তার পরিবারের কেউ আর আগের মতো নেই, উধাও হয়ে গেছে তার প্রিয়জনেরা! রহস্যের সমাধান করবেন আহমেদ করিম কথা দেন। কিন্তু উধাও রহস্যের সমাধান তো এতোও সোজা নয়…
আহমেদ করিম সিরিজের আগের বইগুলো পড়া না থাকার কারণে ভেবেছিলাম পড়তে অসুবিধা হবে। কিন্তু না আগের বইগুলোর সাথে রিলেটেড না, জাস্ট মেইন ক্যারেক্টারগুলো আছে এতটুকুই। 
প্রথমে মনে হচ্ছিল সোমলতার মানসিক কোনো সমস্যা কিন্তু ভুল ভাঙতে সময় লাগে না। তবে শেষ পর্যন্ত একটা সমাধান থাকবে ভেবেছিলাম । উধাও কারা হচ্ছে আর কেন হচ্ছে- এর থিওরি লাস্টে যেয়ে বুঝেছি। কিন্তু উধাও হচ্ছে কিভাবে আর কোথায়- এর জবাব তো উধাও। শেষ করার পর মনে হচ্ছিল কিছু পেজ বাদ দেইনি তো। কয়েকবার চেক করলাম। কিন্তু না উধাও রহস্য আসলেই উধাও।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?