বই: উদাসীনের তিন হালি এক প্রেম
লেখক: অনিকেত উদাসীন
প্রকাশক: এশিয়া পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
মুদ্রিত মূল্য: ২২০ টাকা
উদাসীনের তিন হালি এক প্রেম – ভীষণ মিষ্টি প্রেমের গল্প : উদাসীনের তিন হালি এক প্রেম ২০২১ এর বই মেলাকে সামনে রেখে প্রকাশিত অনিকেত উদাসীনের প্রথম গল্প সংকলন “উদাসীনের তিন হালি এক প্রেম।” ফেইসবুকে উদাসীনের কিছু কিছু লেখার সাথে আমার পরিচয় হয়েছে আগেই। কিন্তু অবিন্যস্ত টুকরো লেখা দিয়ে লেখকের লেখার দক্ষতা ঠিক মাপা যায় না। বইটি পড়ে কেমন লেগেছে, সেটি জানাই অল্প করে…
লেখক উদাসীন গণিত নিয়ে লেখাপড়া করেছেন, তার প্রমাণ আছে বইয়ের নামকরণেই। অঙ্ক কষে নাম রেখেছেন পুস্তকের। পাঠক হিসেবে আমিও গল্প পড়তে পড়তে অঙ্ক কষছিলাম, কয়খানি পড়া হলো আর বাকি আছে কয়খানি? গুনতে গুনতে গিয়ে থামলাম নাম্বার ১৩তেই! চিরকাল শুনেছি, ১৩ একটি অশুভ নাম্বার, তবুও এই বইয়ের গল্প তেরো নাম্বারেই সমাপ্ত হলো। কী জানি, উদাসীনের হয়তো এখানেও আছে অংকের কারবার!
“অতঃপর এলে” – ১৩ পৃষ্ঠার এই গল্পটি বইয়ের সবচেয়ে বড় গল্প এবং প্রথম গল্প। মূল চরিত্র রেয়ান, জীবনের এক পর্যায়ে আত্মহত্যা করতে গিয়ে ঘন জঙ্গলে দেখা পেলো নীলিমা`র, যার অনামিকাতে তখন জড়িয়ে আছে “সাদা সোনার দায়বদ্ধতা – এনগেইজমেন্ট রিং!” সেই প্রথম দেখাতেই অঙ্গীকারহীন অজানা বন্ধনে আবদ্ধ হয় তাদের দুটি মন। কিন্তু জীবনের পথ আলাদা হয়ে যায় তাদের দুজনের। রেয়ান মৃত্যুর কথা ভুলে কলম তুলে নেয় হাতে। ব্যর্থ জীবনে আসে তার সফলতার ঢেউ। “চাঁদের মুখে নীলিমার হাসি– জীবনে অপ্রাপ্তিও কখনও কখনও কেমন বাঁচার ইচ্ছে উস্কে দেয়! আজব!” নতুন করে বাঁচার স্বপ্নে এগিয়ে চলা রেয়ান কী দ্বিতীয়বার পেয়েছিল নীলিমা`র দেখা?
বইয়ে তৃতীয় গল্পের নাম “স্টিলেটোস” – নামটি অন্যরকম। মেয়েদের হাইহিল জুতো স্টিলেটোস। গল্পটি শুরু হয়েছি স্বামী স্ত্রীর শীতল সম্পর্কের কথা দিয়ে, “মাঝে মাঝে মনে হয় বাইরের শীতল প্রকৃতি যেন সম্পর্কের শীতলতার কাছে নস্যি!” স্বামী সেজানের শীতল ব্যবহারে দুঃখে নীল হয়ে যাওয়া অরণি সামান্য পুলক খুঁজে পায় ভিনদেশি যুবক এইডেন এর প্রশংসা বাক্যে, “কেউ কি কখনও আপনাকে বলেছে – কত সুন্দর এক জোড়া পা আছে আপনার! যে কোনো স্টিলেটোসই মানিয়ে যাবে।” গল্পের অরণি তখন দ্বিধাভরা মনে ক্ষত-বিক্ষত। কোনদিকে যাবে? সেজান কি নিজের ভুল বুঝতে পেরেছিলো? সাময়িক শীতলতার পর তাদের দাম্পত্যে এসেছিলো কি স্টিলেটোসের সুচারু পদক্ষেপ? লেখক উদাসীনের নিপুন ভাষা বিন্যাসে লেখা গল্পটির শেষ লাইন, “জীবনে চাওয়া পাওয়াগুলো এতো জটিল হয় কেন?” আহা, সেই চিরকালীন মানব মনের উত্তরহীন এক জটিল প্রশ্ন মনের ভেতর ধাঁধা রেখে যায়, অরিণ এর জীবনে চাওয়াগুলো পাওয়া হয়েছিল কি?
ভীষণ মিষ্টি প্রেমের গল্প, “একদিন বনভোজনে,” বালক বালিকার ঠাট্টা-মজার ভেতরেও দুর্দান্ত প্রেমে সমাপ্ত এই গল্পটি ভালো লেগেছে লেখকের দক্ষ লেখার কারণে।
আছে খুব ছোট্ট একটি গল্প “অভিমান,” উদাসীন ও মনভোলা স্বামী আরমান কিচ্ছু মনে রাখে না। বিয়ে বার্ষিকীর তারিখটি পর্যন্ত তার মনে থাকে না। তাই নিয়ে লীনা`র অভিমানের অনুভব আঁকা আছে এই গল্পটিতে।
সেই গ্রাহামবেলের আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত প্রেমের সাথে খুব করে মিশে আছে একটি জিনিসের নাম, সেটি হচ্ছে টেলিফোন। টেলিফোন নিয়ে প্রেমিক প্রেমিকার গল্পের শেষ নেই। এই বইয়েও আছে টেলিফোনে ঘটে যাওয়া মিষ্টি একটি প্রেমের গল্প, “মিলার মুক্তি এবং অচেনা এক যুবক।” মিলার স্বামী শিহাব প্রায় রাতেই বাড়ি আসে না। প্রাক্তনের সাথে সময় কাটায়। একাকিত্বের যন্ত্রনায় দগ্ধ মিলার কাছে বৃষ্টির রিমঝিম শব্দ নিয়ে অচেনা এক যুবক টেলিফোন করে। কথা বলে না। তবুও টেলিফোন বাজে। নিশ্চুপ থাকে। তবুও একদিন কথা হয় তাদের। “ওপাশে খানিক নিস্তব্ধতা। একটা টান টান উত্তেজনার তির এসে যেন সময়ের ধনুকে আপনি জুড়ে যায়। তিরটা একটা কিছু বলবার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু অতি সর্বনাশও যেন চূড়ান্ত ক্ষণটির আগে কিছুটা বিমূঢ় হয়ে যায়। ভাষা হারিয়ে কাতর চোখে তাকিয়ে থাকে! শেষমেষ অপরিচিতের সেই ব্যাকুলতার কথাগুলো বলা হয়ে উঠে না। সুশীল সংকোচ!”
বইটির শেষ গল্পের নাম “একটি অন্যরকম ভালোবাসার গল্প।” এই গল্পে একটি মা ও শিশু গাছের ভয়ার্ত কথোপকথন আছে। আছে নিষ্ঠুর মানুষের কথা, সেইসাথে গাছ এবং প্রকৃতির প্রতি যত্নশীল মানুষের কথাও আছে গল্পটিতে। অকারণে মানুষ প্রকৃতি নাশ করছে, গাছ কাটছে, গাছের হাত পা ছেঁটে দিচ্ছে, গাছগুলো যদি কথা বলতে পারতো, তাহলে তারা কী কী বলতো, তার একটু আভাস দিয়েছেন লেখক এই গল্পে।
সংকলনটির অন্যান্য গল্পগুলোর নাম: সে এসেছিলো প্রতিবোধনের বৃষ্টিতে, বাবা, অতঃপর দ্রব হলো হৃদয়, মানভঞ্জনের একদিন, রাত একটা একত্রিশ মিনিট, চুপিচুপি, ও শাহবাগের পথে।
বইয়ের চমৎকার প্রচ্ছদটি লেখক নিজে করেছেন। বইয়ের বাইন্ডিং, কাগজের মান, ছাপার ধরণ ভীষণ মানসম্মত হওয়ায় বইটি হাতে নিয়ে পড়তে আরাম পাওয়া যায়। লেখকের দীর্ঘদিনের লেখক-সত্তার ফসল এই সংকলনটি। তাই প্রতিটি গল্প পড়ার সময় যত্নের চিহ্ন পাওয়া যায়। বাহুল্য চরিত্র বা অপ্রয়োজনীয় বাক্যব্যয়ে দীর্ঘায়িত করা হয়নি গল্পগুলোকে। অনেক গল্পে লেখকের প্রেমিক মনে কল্পিত একটি নারী চরিত্রের ছায়া ফুটে উঠেছে। সেই নারীটির অবয়ব প্রতিটি গল্পে প্রায় একই রকম। কিছু গল্প হয়তো লেখকের তরুণ বয়সে লেখা, তাই মনে হয়েছে গল্পগুলো মনস্তাত্ত্বিক দিক থেকে আরেকটু গভীরতা পেতে পারতো। যারা হালকা লেখা পড়ে বেশি সাচ্ছন্দবোধ করেন, এই বইয়ের গল্পগুলো তাদের জন্য নয়। বরং, যে পাঠক গল্পের ভেতর সাহিত্য খোঁজেন, শুকনো শব্দের ভেতর থেকে শুষে নিতে জানেন অপার সুষমা, এই বইটি তাদেরই জন্য। চমৎকার শব্দ চয়ন, গল্পের ভাঁজেভাঁজে গেঁথে দেয়া “নিরল বিরল বরষা,” আর আদরে আহ্লাদে বলে যাওয়া ১৩টি প্রেমের গল্প, প্রতিটি অনন্য। বইপ্রেমী হিসেবে আমার সংগ্রহে যুক্ত হলো আরেকটি ভালো বই। লেখক উদাসীন হলেও, পাঠক খুব সচেতনভাবেই সমাদরে গ্রহণ করবে এই বইখানি- আমার বিশ্বাস।
উদাসীনের তিন হালি এক প্রেম বইটি PDF Download Free এখনো অফিশিয়ালি পাবলিস্ট করা হয়নি। উদাসীনের তিন হালি এক প্রেম বইটি পিডিএফ ডাউনলোড চাহিয়া লেখককে নিরুৎসাহিত করবেন না। Buy Hardcover From Rokomari
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?