রিভিউ: আমিই মিসির আলি লেখক: হুমায়ুন আহমেদ

 

মিসির আলি,নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট জনপ্রিয় এক চরিত্র। বুদ্ধি ও বিবেক দিয়ে সকল সমস্যা সমাধানে তিনি পটু। সমুদ্রবিলাসের প্রবল সাধ মেটাতে মোটামুটি সব প্রস্তুতি হয়ে আসছিল মিসির আলির। বাধ সাধলো “লিলি” নামের এক আগন্তুক। কথাবার্তার ধরণে মনে হলো মিসির আলি তার বহুদিনের চেনা। লিলি ও তার স্বামী সুলতানের আবদার, যেতে হবে তাদের নির্জন বাগানবাড়িতে। বাতিল হলো সমুদ্রবিলাসের প্ল্যান। 

মিসির আলি চললেন নতুন এক অভিজ্ঞতা সঞ্চারের লক্ষ্যে। সুলতানদের বাড়িতে অবস্থানরত অবস্থায় কয়েকদিনেই বিচিত্র ও বিরল সব অভিজ্ঞতার সাক্ষী হতে হলো মিসির আলিকে। ভয়ঙ্কর এক অভিযাত্রা সম্বন্ধে অবগত হলেন তিনি। এক পর্যায়ে অনুধাবন করলেন,তিনি একটি ফাঁদে পা দিয়েছেন।  সেখান থেকে মিসির আলি তার আধ্যাত্মিক বুদ্ধিমত্তা প্রয়োগ করতে লাগলেন,আদৌ কি সফল হলেন??

মিসির আলির সেইসব বিচিত্র অভিজ্ঞতা এবং অদ্ভূত এক পরিণতি অত্যন্ত সুন্দরভাবে গল্পটিতে বর্ণনা করেছেন লেখক। পাঠক গল্পটি পড়ে সামান্য হলেও শিহরণ অনুভব করবেন আশা করা যায়। 

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?