- বই : যে নারী উত্তম নারী
- মূল : আবু বিলাল সাইয়িদ মুবারক মিসরি
- শাইখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-মুকবিল
- অনুবাদ : মুহিব্বুল্লাহ খন্দকার হাফি.
- ভাষা সম্পাদনা : মুহাম্মাদ সাজেদুল ইসলাম
- পৃষ্ঠা সংখ্যা : ১১২ সম্ভাব্য
- বাইন্ডিং : পেপারব্যাক।
- প্রকাশিতব্য ইসলামি বইমেলা ২০২২
নারীরা হল সন্তান জন্মদানের ফেক্টরি। যে ফেক্টরি যত ভাল ও উন্নত থাকে সে ফেক্টরির প্রোডাক্ট তত বেশি ভাল ও কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। সুতরাং যে মা যত ভাল ও নেককার হবে সেই মায়ের সন্তান ততবেশি ভাল ও নেককার হবে। উম্মতের মায়েরা আজ বীর সালাদিন আর বিন কাসিম, গজনবি আর ঘুরির মত বীরদের জন্ম দিচ্ছে না, তারা আজ ইবনুল মুবারক আর গাজালির মত ইলমসাধক জন্ম দিচ্ছে না। এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল আজকালকের মায়েরা নেককার ও সালেহা না। সালাফ যুগের নারীরা জ্ঞান তপস্যার পাশাপাশি একেকজন নারী রবের রঙে রাঙিয়ে নিত। ঘরের ভেতরে তারাও রবের সান্নিধ্যে কাটাতো রাত দিন। গভীর রাতে হাজিরা দিত রবের দরবারে। আজও সেই দিন ফিরিয়ে আনতে হবে।
মুসলিম মা বোনেরা যেন আদর্শবান হয়ে উঠে, দীনের জন্য ত্যাগ ও কুরবানি করতে পারে, তারাও যেন অবদান রাখতে পারে নুসরতে দীনের ক্ষেত্রে সেই লক্ষ্যে আমার ক্ষুদ্র প্রয়াস ‘যে নারী উত্তম নারী’। নবিজি (সা:) অসংখ্য বাণী থেকে কয়েকটি বাণী ও সালাফে উম্মতের ব্যাখ্যা বাণী সম্বলিত দুটি রিসালার অনুবাদ বক্ষমাণ গ্রন্থটি।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?