মূলধারা ৭১ pdf download – মঈদুল হাসান | Muldhara 71 By Moinul Hasan Books PDF

লেখকঃ মঈদুল হাসান রচিত বই মূলধারা ৭১ পিডিএফ ডাউনলোড ⤵️ পাঠকদের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিতে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ( ইউপিএল ) – কে কিছুটা দ্বিধায় পড়তে হয়েছিল । কেননা ১৯৮৬ সালে প্রথম প্রকাশের পর থেকেই বইটি প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি নির্ভরযোগ্য বিবরণ হিসেবে স্বীকৃতি পেয়ে এসেছে । 

Image
১৯৯২ সালে বইটির ২ য় সংস্করণ প্রকাশিত হয় । যে বইটি এখন ওয়েব সাইট- এ পরিবেশিত হয়েছে সেটি ঐ সংস্করণের ৫ ম মুদ্রণ ( ২০০৮ ) । একটি বাণিজ্য- সফল বইয়ের সম্পূর্ণ অংশ কোন মূল্য ছাড়াই ওয়েব সাইট – এ উন্মুক্ত করে প্রত্যক্ষভাবেই প্রকাশক কিছুটা আর্থিক ক্ষতি স্বীকার করে নিয়েছে । অন্যদিকে ওয়েব সাইট – এ মূলধারা ৭১ উন্মুক্ত করার পক্ষের কারণ দুটি । প্রথমটি হলো সারা বিশ্বের বাংলা প্রধানত ভাষাভাষি বৃহত্তর পাঠকের কাছে সম্পূর্ন বইটি সহজলভ্য করা । 
দ্বিতীয়টি হলো , এর ফলে নতুন করে বইটির উপর যে সব আলোচনা শুরু এই বইয়ের ইংরেজি সংস্করণ অন্য আরো বই রচনা হবে কাজে সহায়ক হতে পারে । এই বইতে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ও তার আগে – পিছের তাৎপর্যময় ঘটনার বিশ্লেষন ও বর্ণনা আছে যা লেখা হয়েছিল ঐ সময়কার জাতীয় , আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিত গভীরভাবে গবেষণা ও অনুসন্ধান করে । বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে রাজনৈতিক , সামরিক ও কূটনৈতিক ঘটনাবলীর বস্তুনিষ্ঠ বর্ণনা এই বইটিকে করে তুলেছে একটি অনন্য দলিল । 
এটা এই লেখকের পক্ষে করা সম্ভব হয়েছে এ কারণে যে , তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশ কিছু কূটনৈতিক তৎপরতার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন । এবং প্রত্যক্ষভাবে না হলেও তিনি অনেক ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞাত ছিলেন । 
মূলধারা ‘৭১ প্রকাশের পর বিভিন্ন সূত্র থেকে , বিশেষ করে মার্কিন সরকার ও ইউএস লাইব্রেরি অব কংগ্রেস , সম্প্রতিকালে বেশ কিছু দলিলপত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে । কাজেই এই বই এবং সম্প্রতিকালের দলিলপত্র অবলম্বন করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিষয়ে নতুন তথ্য , প্রসঙ্গ ও বিবেচনা উঠে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে । এ সম্ভাবনাও ক্ষীণ নয় যে , এই ওয়েব সংস্করণের ফলে বইটির আসন্ন ইংরেজি ভাষ্য পাঠকের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করবে ।

মহিউদ্দিন আহমেদ প্রকাশক , 
ইউপিএল।
সমকালীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীর রাজনৈতিক ভাবাবেগ ও প্রথম সংস্করণের ভূমিকা সমকালীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীর রাজনৈতিক ভাবাবেগ ও পক্ষপাতিত্ব প্রায়শ এক সাধারণ সমস্যা । যদি কোন কারণে সেই ঐতিহাসিক ঘটনার সাথে বর্ণনাকারীর কিছু সংস্রব ঘটে , তবে আত্মপ্রকাশের প্রবণতাও একটি অতিরিক্ত সমস্যা হয়ে দাঁড়ায় । 
ফলে বিবরণ হারায় ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা । এই দ্বিবিধ বাধা অতিক্রমের জন্য যে নিরাসক্ত নিষ্ঠা ও সততা প্রয়োজন , তা সম্যক আয়ত্ত করার দাবী আমার নেই । তবে এই প্রয়োজন সম্পর্কে সচেতন ও যত্নবান থেকেছি বিনীতভাবে তার উল্লেখ রাখতে চাই । এই গ্রহ মুক্তিযুদ্ধের পরিকল্পনা , উদ্যোগ ও মূল ঘটনাধারাকে নিয়ে লেখা । স্বাধীনতা সংগ্রামের সময় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের যে সব নীতি ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে আমি জড়িত হয়ে পড়েছিলাম এবং এই সংগ্রামের সাংগঠনিক পরিকল্পনা ও ব্যবস্হাপনার যে দিকগুলি সম্পর্কে আমি অবহিত ছিলাম , সেগুলিকে ভিত্তি করেই ১৯৭২ সালে এই গ্রন্থের সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করা হয় । পরে সেই ভিত্তির সমপ্রসারণ ঘটে । 
মূল ঘটনাপ্রবাহ ও তার জটিল বিস্তার অনুধাবনের পক্ষে সহায়ক হতে পারে , মুখ্যত এই বিবেচনা থেকে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির উল্লেখ এই গ্রন্থে করা হয়েছে । কাজেই সমগ্র কর্মকাণ্ডের অনুপাতে এগুলির আপেক্ষিক গুরুত্ব নগণ্য বলে মনে করা হলে আমার কোন আপত্তি নেই । মুক্তিযুদ্ধের ঘটনার ব্যাপ্তি বিশাল , উপাদান অত্যন্ত জটিল এবং অসংখ্য ব্যক্তির আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ । এই সমস্ত কিছুর উল্লেখ ও বিবরণ এই গ্রহের বর্তমান কলেবরে সম্ভব ছিল না । এর ফলে কারো অবদান খর্বিত বা অনুল্লেখিত হয়ে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তজ্জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী । 
একাত্তুরের সংগ্রামের মূল উপাদান ও তথ্যাদি যথাসম্ভব নির্ভুলভাবে , সঠিক পরিপ্রেক্ষিতে এবং সময় ও ঘটনার পারম্পর্য অক্ষুণ্ন রেখে উপস্হাপন করাই এই গ্রন্থের প্রয়াস । এই গ্রন্থের আলোচিত সময় ১৯৭১ – এর মার্চ থেকে ১৯৭২ – এর ১০ ই জানুয়ারীতে শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনকাল পর্যন্ত । একাধিক কারণে এই সময়কে একটি অখণ্ড কাল হিসেবে আমি গণ্য করেছি । আগের ইতিহাসের সামান্য পটভূমি স্পর্শ করা ব্যতীত এই গ্রহের বর্ণনাকে উপরোক্ত সময়ের অনুশাসনে আবদ্ধ রাখার চেষ্টা করেছি । সম্ভবত এর ফলে এই সময়কে তার নিজস্ব আলোকে উপলব্ধি করা সহজতর হবে । ঘটনার চৌদ্দ বছর পর এই রচনা সমাপ্ত হতে চলেছে । দীর্ঘকালের ব্যবধানে স্মৃতি প্রায়শই অনির্ভরযোগ্য । কাজেই এই গ্রন্থ রচনাকালে অসমর্থিত স্মৃতিকে পরিহার করার যথাসম্ভব চেষ্টা করেছি । 
সৌভাগ্যক্রমে ১৯৭১ সালের ঘটনাবলীর বস্তুনিষ্ঠ মূল্যায়ন এবং সেই ভিত্তিতে মুক্তিযুদ্ধের বিষয়ে গ্রন্থ রচনার প্রথম উদ্যোগকালে , ১৯৭২ সাল থেকে পরবর্তী চার বৎসরে , বিক্ষিপ্তভাবে হলেও যে গবেষণার চেষ্টা আমি করেছিলাম তার ফলে দলিলপত্র , সাক্ষাৎকার , ব্যক্তিগত জার্নাল , মুদ্রিত তথ্য , ঘটনাপঞ্জি প্রভৃতি অনেক কাগজপত্র জমে ওঠে । এগুলি বিস্মৃতির ক্ষতিপূরণে বহুলাংশে সহায়ক হয়েছে । 
গত দু’বছরে এই গ্রন্থ রচনাকালে আরও কিছু নতুন তথ্য সংগৃহীত হয়েছে । গ্রন্থে পরিবেশিত তথ্যাদির সূত্র বা উৎস কোন কোন ক্ষেত্রে অনুল্লেখিত থাকলেও এগুলির সত্যতা ও নিরপেক্ষতা যতদূর সম্ভব পুনর্বার যাচাই করে দেখার চেষ্টা করেছি । তৎসত্ত্বেও যদি তথ্যের কোন ভুলভ্রান্তি থাকে তার দায়িত্ব একান্ত ভাবেই আমার । গ্রন্থের পাদটীকায় ‘ একান্ত সাক্ষাৎকার হিসাবে পরিবেশিত তথ্য ও অভিমতগুলি আজও অন্যত্র অপ্রকাশিত এবং বর্তমান রচনার জন্যই বিভিন্ন সময়ে সংগৃহীত ।
Muldhara 71 PDF Download Free Google Drive

Muldhara ekattor pdf

Kaligunin PDF free download
Muktijuddho Books PDF
Nirman songi pdf
Bangla anubad Book PDF Download
Muktijuddho kake bole

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?