মুসলমানকে যা জানতেই হবে বই pdf download (পিডিএফ) আবদুল মান্নান তালিব

ইসলামিক বইয়ের ভান্ডার আফগানিস্তানের শ্রেষ্ঠ গল্প Kashful publication দৈনন্দিন জীবনে ইসলামের গুরুত্ব রচনা আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf দাওয়াতে দ্বীনের গুরুত্ব ও কৌশল বই ইসলামিক বই pdf wordpress ইসলামী বই e library

Title মুসলমানকে যা জানতেই হবে

সমস্ত প্রশংসা আল্লাহর । আমরা তাঁর গুণগান করি । তাঁর কাছে সাহায্য চাই । জীবনে চলার পথ নির্দেশনাও চাই তাঁর কাছে । সমস্ত ভুল ত্রুটির জন্য তাঁর কাছেই ক্ষমা চাই । আমাদের নফসের প্ররোচনা এবং অসৎ কর্ম থেকে আশ্রয় চাই তাঁর কাছে । আল্লাহ যাকে সঠিক পথ দেখান সে – ই সঠিক পথ পায় । আর তিনি যাদেরকে ভুল পথে চালান তারা পাবে না কোনো অভিভাবক ও পথ প্রদর্শক । আমি সাক্ষ্য দিচ্ছি , আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই । তাঁর কোনো শরীক নেই । আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি , মুহাম্মদ আনোয়ার তাঁর বান্দা ও রসূল । হে আল্লাহ ! তুমি জিবরাঈল , মীকাঈল ও ইসরাফীলের প্রভু । আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা । দৃশ্য ও অদৃশ্য জ্ঞানের অধিকারী । তোমার বান্দাদের যাবতীয় বিরোধ তুমি নিরসন করো ! বিরোধপূর্ণ বিষয়ে আমাদের সঠিক পথ নির্দেশনা দাও । তুমি যাকে চাও তাকে সোজা – সরল পথ দেখাও । , 
আজ একথা কারোর অজানা নেই যে , পাশ্চাত্য চিন্তা দর্শন মুসলমানদের মন মস্তিষ্কে বিপুল প্রভাব বিস্তার করেছে । এর ফলে তাদের চিন্তা , বিশ্বাস ও মননে নানান বিভ্রাট ও বিকৃতি দেখা দিয়েছে । তাদের মধ্যে আজ এমন লোকের সন্ধান পাওয়া যাবে , যারা ইসলাম ও কমিউনিজম , ধর্মনিরপেক্ষতাবাদ বা জাতীয়তাবাদের মধ্যে কোনো পার্থক্য দেখে না এবং এই জাতীয়তাবাদী চেতনার মতো জাহেলী গোষ্ঠীপ্রীতির ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন ও সম্পর্কচ্ছেদেও দ্বিধান্বিত নয় । এই সংগে তারা ইসলামের বিশ্বজনীন আবেদনকে অর্থহীন ও গোঁড়ামি মনে করে । যেমন আমরা পাশ্চাত্য দেশগুলোতে বসবাসকারী মুসলমানদের একটি অংশকে দেখি তারা সে দেশীয় সমাজের যাবতীয় অশ্লীল ও অসৎ কাজে পুরোপুরি অংশগ্রহণ করছে । এসব তারা প্রকাশ্যে করে যাচ্ছে এবং এ ব্যাপারে কোনো লজ্জাও অনুভব করছে না । বরং এগুলোর ব্যাপারে তাদেরকে সতর্ক করতে গেলে তারা উল্টো ক্রোধ প্রকাশ করে । এমন কি অবস্থা এমন চরম পর্যায়ে এসে পৌঁছেছে যে , সাম্য ও ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে একদল মুসলিম মেয়ে অমুসলিম পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শুরু করেছে । ফলে তারা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পুরোপুরি পাপ পংকিলতায় ডুবে যাচ্ছে । 
মোটকথা , আদর্শিক , বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক দ্বন্দ্বের ফলে যেসব ঘটনাবলী আমাদের সামনে আসছে , তা ইসলামী বিশ্বাস ও বিধানের মর্মমূলেই আঘাত হানছে । এর ফলে নিত্যদিন তা ইসলামী বিধানের সাথে জীবন ও রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নবতর কৌশলে শরীয়তের কর্তৃত্ব খর্ব করে চলেছে । এ অবস্থায় দ্বীনের যেসব অতি প্রয়োজনীয় মৌলিক বিষয়ে একজন মুসলমানের অজ্ঞ থাকার কোনো অবকাশ নেই এবং যেসব বিষয় তাকে পথভ্রষ্টদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় , সেগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে । বিশেষ করে আকিদা বিশ্বাস ও হালাল হারামের মতো বড় বড় বিষয়গুলো যেগুলোর ওপর শরীয়তের পুরো কাঠামোটিই নির্মিত হয়েছে , সেগুলো সম্পর্কে পুরোপুরি জানা এবং সেগুলোর ওপর অবিচল থাকা প্রত্যেক মুসলমানের জন্য একান্ত অপরিহার্য । কারণ দুনিয়ার জীবনে ইসলামকে সঠিকভাবে মেনে চলা এবং আখেরাতে তার নাজাত লাভের নিশ্চয়তা এরই ওপর নির্ভর করছে । 
মুসলিম মিল্লাতের মধ্যে যে বিভ্রান্ত চিন্তার প্রসার ঘটেছে , তার সংস্কার সাধনও এর মাধ্যমে সহজ হবে । তাছাড়া পাশ্চাত্যবাদিতার ধ্বজাধারীরা তাদের সর্বশক্তি নিয়োগ করে অধুনা ইসলামের মূলে আঘাত হানার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটি হবে তার একটি চূড়ান্ত জবাব । ইবনে আবদুল বার মুসলমানদের সামষ্টিক ও ব্যক্তি পর্যায়ে যা কিছু জানা দরকার এবং যে বিষয় তাদের কারোর অজানা থাকা উচিত নয় , সে সম্পর্কে বলেছেন , মুসলমানদের যেসব ফরয বিষয় জানা একান্ত অপরিহার্য সেগুলোর মধ্য থেকে ব্যক্তি মুসলিমকে একান্তভাবে যা জানতেই হবে তা হচ্ছে যেমন – আল্লাহ এক , তাঁর কোনো শরীক নেই , তাঁর কোনো সাদৃশ্য ও দৃষ্টান্ত নেই , তিনি কারোর পিতা নন , কেউ তাঁর পুত্রও নয় , কেউ তাঁর সমকক্ষও নয় , সবকিছু তাঁরই সৃষ্টি , তাঁর দিকেই সবকিছু ফিরে যাবে , তিনিই জীবনদাতা ও মৃত্যুদাতা এবং তিনি চিরঞ্জীব , তাঁর মৃত্যু নেই – এ বিষয়গুলোর সাক্ষ্য দান করতে হবে কণ্ঠে উচ্চারণ করে এবং মনে মনে এগুলোকে স্বীকার করে নিতে হবে । 
এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামায়াত স্বীকৃত বিষয়গুলো হচ্ছে , আল্লাহ তাঁর নাম ও গুণাবলী থেকে কখনো আলাদা হন না , তিনি সবকিছুর শুরু , তাঁর কোনো শেষ নেই মানে শরীয়ত সম্মত এ বিষয়গুলোকে দুটি পর্যায়ভুক্ত করা যেতে পারে , প্রথম পর্যায় , এ পর্যায়ে একজন ব্যক্তি মুসলিমকে ইসলামী আকীদা বিশ্বাস ও শরীয়ত সম্পর্কিত যে সব জ্ঞান লাভ করতে হবে , যে সব বিষয় সম্পর্কে তার কোনোক্রমেই অজ্ঞ থাকা চলবে না । দ্বিতীয় পর্যায় , এ পর্যায়ে দলগত ও পেশাগতভাবে জনগোষ্ঠিকে সেসব জ্ঞান লাভ করতে হবে । যেমন ব্যবসায়ী , চিকিৎসক ও এই ধরনের আরো বিভিন্ন শ্রেণীর লোকদের এবং সৈনিক , সীমান্তরক্ষী , ইসলাম প্রচারক ও এই ধরনের আরো বিভিন্ন শ্রেণীর লোকদের ইসলামের মর্মবাণী , তার তাৎপর্য এবং ইসলামী আইন ও তার নিজস্ব পেশা সংশ্লিষ্ট বিষয়ে ইসলামের বৈশিষ্ট্য সংক্রান্ত জ্ঞান লাভ করা একান্ত অপরিহার্য । , 
আমরা মনে করি রেডিও , টেলিভিশন , পত্র – পত্রিকা যাবতীয় প্রচার মাধ্যমে এ বিষয়গুলো সর্বসাধারণের কাছে পৌছিয়ে দিতে হবে । এ কিতাবে আমরা বিভিন্ন বিষয় উপস্থাপনার ক্ষেত্রে কেবলমাত্র সহীহ ও হাসান হাদীসের সাহায্য গ্রহণ করেছি । অবশ্য ফিকহী আলোচনার ক্ষেত্রে একদল আলেম দুর্বল হাদীসের সাহায্য নেয়ার অবকাশও রেখেছেন । কিন্তু বিপুল পরিমাণ সহী হাদীস থাকার কারণে আমরা সে দিকে যাওয়ার প্রয়োজন বোধ করিনি ! আল্লাহর সন্তুষ্টিই আমাদের কাম্য । তিনিই একমাত্র সঠিক পথ প্রদর্শক ।

Musholmanke Ja Jantei Hobe PDF Download Free

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?