মহাশূণ্যতায় : তানজিম রহমান | In Space : Tanjim Rahman

  • বই : মহাশূণ্যতায়
  • লেখক : তানজিম রহমান
  • প্রচ্ছদ : আবরার আবীর
  • জনরা : সাইন্স ফিকশন/সাইকোলজিক্যাল/হরর
  • প্রকাশনী : আফসার ব্রাদার্স
  • প্রথম প্রকাশ : আগস্ট, ২০২২
  • মুল্য : ৪০০টাকা
  • পৃষ্ঠা সংখ্যা : ২০৮

ব্যক্তিগত মতামত

পড়েছি লেখক তানজিম রহমানের লেখা বই ❝মহাশূণ্যতায়❞। এর আগে লেখকের দু’একটা বই পড়ার সুযোগ হয়েছে, সেই বইগুলো নিয়েও অভিজ্ঞতা দারুণ আমার। এই গল্পটি শুরু হয় ভবিষ্যতের প্রেক্ষাপটে, তিনজন বিজ্ঞানি এবং চারজন সহচর সহ। বইটিকে সাইন্স ফিকশন বলাটাই ঠিক হবে কিন্তু আবার তার পাশাপাশি ঠিক এই বইতে কিছু অসাধারণ হরর সিন সহ ফিলোসোফিক্যাল দারুণ কিছু বিষয় ও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বেশ বড় পরিসরে। 
পড়তে গিয়ে আমি নিজেও বইএর নামের মতোই “মহাশূণ্যতায়” হারিয়ে যাচ্ছিলাম বারবার। গল্পে লেখক পুরো মহাকাশ, মহাশূন্য সহ বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে বিস্তারিত আকারে আলোকপাত করেছেন। এই ধরনের বই এর আগে পড়া হয়নি আমার(নতুন পাঠক একেবারেই আমি)। এই বইটি পড়ে সেই সুবাদে অনেক জটিল ও সহজ বিষয় বেশ কিছুই জানতে পেরেছি ভিন্ন আঙ্গিকে বলা যায়। বেশ ভালো লেগেছে বইটি। আগ্রহীরা পড়তে পারেন, আশাকরি ভালো লাগবে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?